ঈদ-উল আযাহার শুভেচ্ছা জানিয়েছেন লন্ডন বাংলার সম্পাদক মির্জা আসহাব বেগ

প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, জুন ২৮, ২০২৩

ঈদ-উল আযাহার শুভেচ্ছা জানিয়েছেন লন্ডন বাংলার সম্পাদক মির্জা আসহাব বেগ
Spread the love

৪০ Views

লন্ডন বাংলা ডেস্কঃঃ
ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে প্রতি বছর আমাদের মাঝে ফিরে আসে ঈদুল আযহা । ঈদ-উল আযাহা আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে৷ তাই এ দিন সকল কালিমা আর কলুষতাকে ধুয়ে মুছে হিংসা বিদ্বেষ ভুলে পরস্পর প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন দেশ বিদেশের প্রবাসী কমিউনিটির জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল  ‘লন্ডন বাংলা ডট নেট’র সম্পাদক মির্জা আসহাব বেগ।

 

ঈদ শুভেচ্ছা বার্তায় তিনি ‘লন্ডন বাংলা নিউজ ডট নেট’ এর সকল পাঠক, বিজ্ঞাপন দাতা শুভানুধ্যয়ীদের পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ঈদ-উল আযহা সবার জীবনে নিয়ে আসুক সুখ, শান্তি ও অনাবিল সমৃদ্ধি। বছরে মুসলমানদের বড় দুটি উৎসবের মধ্যে একটি হচ্ছে কুরবানির ঈদ। মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করা কোরবানির শিক্ষা। ঈদুল আযহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়।

 

আমরা ইসলামের নির্দেশিত পথে কোরবানি করে সেই ত্যাগের আদর্শ যেন অনুসরণ করি। আমাদের জীবনে এই আদর্শের প্রতিফলন ঘটানোই হবে সার্থকভাবে ঈদ উদযাপন। ঈদ ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে আনুক এ কামনা করেন তিনি।


Spread the love

Follow us

আর্কাইভ

October 2023
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031