প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের সভাপতি বদরুল ইসলামের ঈদ শুভেচ্ছা

প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ, জুন ২৯, ২০২৩

প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের সভাপতি বদরুল ইসলামের ঈদ শুভেচ্ছা
Spread the love

৫৫ Views

লন্ডন বাংলা ডেস্কঃঃ

ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে প্রতি বছর আমাদের মাঝে ফিরে আসে ঈদুল আযহা । ঈদ-উল আযাহা আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে৷ ঈদ-উল আযাহায় হিংসা বিদ্বেষ ভুলে পরস্পর প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার আহবানে যুক্তরাজ্যে অবস্থানরত সকাল প্রবাসীসহ বিশ্বের সকল মুসল্লীদের ঈদ-উল আযাহার শুভেচ্ছা জানিয়েছেন প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর এযকেশন প্রাস্টের সভাপতি বদরুল ইসলাম।

 

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ-উল আযাহা  ত্যাগের মহিমা, খুশি ও আনন্দের অমিয় ধারা। পবিত্র ঈদ সমাজের সব ভেদাভেদ ও সীমানা মুছে দিয়ে মানুষে মানুষে মহামিলন ঘটায়। ঈদের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা নিয়ে অসহায় দুঃস্থদের পাশে দাঁড়াতে হবে।

 

ঈদ-উল আযহা আমাদের ত্যাগ ও কুরবানির আদর্শে উজ্জীবিত করে। মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য তার উদ্দেশ্যে সবকিছু বিলীন করে দেওয়ার চেতনা জাগ্রত করে। সামাজিক বৈষম্য দূরীকরণ, শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় কুরবানী আমাদেরকে অনুপ্রেরণা দেয়। আমাদের ব্যক্তিগত, সামাজিক ঐক্যের বন্ধন শক্তিশালী করে। তাই পবিত্র ঈদুল আজহার মহান আদর্শ ও শিক্ষাকে আমাদের চিন্তা ও কর্মে প্রতিফলন করতে হবে।

 

উৎসবের মাহেন্দ্রক্ষণে ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।


Spread the love

Follow us

আর্কাইভ

September 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930