সিলেট ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, জুন ২৯, ২০২৩
শুভেচ্ছা বার্তাঃঃ
যুক্তরাজ্যে অবস্থানরত প্রবাসীসহ বিশ্বের সকল মুসল্লীদের ঈদ-উল আযাহার শুভেচ্ছা জানিয়েছেন আল-ইনছান ফাউন্ডেশনের চেয়ারম্যান, মোবারকপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় ইউ‘কে শাখার সভাপতি ও ভূমিদাতা আলহাজ্ব ফজল উদ্দিন তালুকদার।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে প্রতি বছর আমাদের মাঝে ফিরে আসে ঈদুল আযহা । ঈদ-উল আযাহা আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে৷ ঈদ-উল আযাহায় হিংসা বিদ্বেষ ভুলে পরস্পর প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, ঈদ-উল আযহা আমাদের ত্যাগ ও কুরবানির আদর্শে উজ্জীবিত করে।
মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য তার উদ্দেশ্যে সবকিছু বিলীন করে দেওয়ার চেতনা জাগ্রত করে। সামাজিক বৈষম্য দূরীকরণ, শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় কুরবানী আমাদেরকে অনুপ্রেরণা দেয়। আমাদের ব্যক্তিগত, সামাজিক ঐক্যের বন্ধন শক্তিশালী করে। তাই পবিত্র ঈদুল আযহার মহান আদর্শ ও শিক্ষাকে আমাদের চিন্তা ও কর্মে প্রতিফলন করতে হবে।
উৎসবের মাহেন্দ্রক্ষণে ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।