সিলেট ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২০
স্টাফ রির্পোটারঃঃ
করোনাভাইরাস নির্ণয়ে চীন থেকে কিটস আসছে বাংলাদেশে। যে কোনো সময় ১০ হাজার কিটস চাটার্ড প্লেনে দেশে পৌঁছাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। আজ শনিবার পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকর্মীদের এসব বিষয় জানান।
পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের প্রতি বাংলাদেশ সফর এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কারো ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে মেয়াদ বাড়াবে বিভিন্ন দেশ, দুঃশ্চিন্তার কারণ নেই।
বিদেশ ফেরতদের মাধ্যমে করোনা ছড়াচ্ছে, তাই ১০ টি দেশের ফ্লাইট আগামি ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে জানিয়ে তিনি বলেন, ৪টি রুট চালু থাকবে, যুক্তরাজ্য, থাইল্যান্ড, হংকং ও চায়না চালু থাকবে। যেই বিদেশ থেকে আসুক, ১৪ দিন অবশ্যই কোয়ারেন্টিনে থাকতে হবে বলেও জানান তিনি।