হরিয়ানায় ধর্মীয় শোভাযাত্রায় সহিংসতা, নিহত ৩

প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২৩

হরিয়ানায় ধর্মীয় শোভাযাত্রায় সহিংসতা, নিহত ৩
Spread the love

৩০ Views
লন্ডন বাংলা ডেস্কঃঃ
ভারতের হরিয়ানায় ধর্মীয় শোভাযাত্রা ঘিরে সহিংসতার জেরে মঙ্গলবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার গুরুগ্রাম ও ফরিদাবাদের সমস্ত স্কুল, কলেজ, কোচিং সেন্টার বন্ধ থাকবে। কর্তৃপক্ষকে এই নির্দেশ মানার কড়া হুকুম দেওয়া হয়েছে। সোমবার রাত থেকে হরিয়ানার একাংশে বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবাও।

গুজব ঠেকাতে এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। পুলিশ ও সশস্ত্র বাহিনী বিস্তীর্ণ এলাকায় রাত থেকে টহল দিচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও থমথমে গুরুগ্রাম, ফরিদাবাদের মতো এলাকা। 

গুরুগ্রাম ও মূল ঘটনাস্থল নুহ (মেওয়াট) জেলায় সোমবার রাত থেকেই ১৪৪ ধারা জারি। নুহতে ধর্মীয় শোভাযাত্রায় অশান্তির কারণে দুই হোমগার্ডসহ তিন জনের মৃত্যু হয়েছে। হোমগার্ডদের গুলি করে মারা হয়েছে বলে অভিযোগ। পরে অশান্তির আঁচ ছড়ায় গুরুগ্রাম, ফরিদাবাদের মতো এলাকাতেও। পুলিশ জানিয়েছে, সোমবারের সংঘর্ষে অন্তত ৬০ জন আহত হয়েছেন।

 

তাদের মধ্যে কারো কারো অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে অনেকেই পুলিশ সদস্য। 

নুহতে বুধবার পর্যন্ত ইন্টারনেট পরিষেবা স্থগিত রাখা হয়েছে। গুরুগ্রাম ও ফরিদাবাদের প্রশাসন পৃথকভাবে বিবৃতি জারি করে জেলায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার কড়া নির্দেশ দিয়েছে। সংঘর্ষের স্থানে বিশাল আধাসামরিক বাহিনী ও হরিয়ানা পুলিশের এসটিএফ মোতায়েন করা হয়েছে।

 

হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর এবং স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ রাজ্যের মানুষকে শান্তি বজায় রাখতে অনুরোধ করেছেন। দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তি দেওয়ার কথাও জানিয়েছেন তারা।

 

ঠিক কী হয়েছিল সোমবার রাতে?
নুহ্ জেলার খেডলা মোড এলাকায় ‘ব্রিজ মণ্ডল জলাভিষেক যাত্রা’ চলাকালীন শোভাযাত্রায় ইট-পাথর ছোড়া হয় বলে অভিযোগ। তাতেই অশান্তি ছড়িয়ে পড়ে। অবাধে চলে লুটপাট, অগ্নিসংযোগ। প্রাণ বাঁচাতে কয়েক হাজার মানুষ অদূরের গুরুগ্রামের কয়েকটি ধর্মস্থানে আশ্রয় নেয়। হামলাকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি এবং কাঁদানে গ্যাসের ব্যবহার করে। কিন্তু পরিস্থিতি তৎক্ষণাৎ নিয়ন্ত্রণে আনা যায়নি।

 

পুলিশ সূত্রের খবর, বজরং দলের নেতা তথা গোরক্ষক মনু মানেসরের শোভাযাত্রায় অংশগ্রহণকে কেন্দ্র করে অশান্তি দানা বাঁধে হরিয়ানায়। তিনি আগের দিনই টুইট করে জানিয়েছিলেন ওই মিছিলে তিনিও অংশ নেবেন। তার বিরুদ্ধে একাধিক খুনের অভিযোগ আছে।

 

 

সূত্র : আনন্দবাজার পত্রিকা


Spread the love

Follow us

আর্কাইভ

October 2023
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031