পরীক্ষায় বসা ছাত্রীকে সাপের ছোবল

প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৩

পরীক্ষায় বসা ছাত্রীকে সাপের ছোবল

লন্ডন বাংলা ডেস্কঃঃ
স্কুলের ক্লাসরুমে পরীক্ষা চলছিল। সেইসময়ই এক ছাত্রীকে ছোবল মেরেছে সাপ। এ নিয়ে আতঙ্ক শুরু হয় ওই স্কুলে। ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে ঘটেছে এ ঘটনা।

 

দেশটির সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সাপের দংশনে গুরুতর অসুস্থ হয়ে পড়ে দশম শ্রেণির ওই ছাত্রী। আজ শনিবার ধূপগুড়ি গার্লস হাইস্কুলে এ ঘটনায় আতঙ্ক শুরু হয়। এই ঘটনার পর সন্তানদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন অভিভাবকরা।

সাপের ছোবলের শিকার সোয়া আকতার দশম শ্রেণির ছাত্রী। শনিবার তাদের ইউনিট টেষ্টের জীবনবিজ্ঞান পরীক্ষা ছিল। সময়মতো পরীক্ষাও শুরু হয়। তবে কিছুক্ষণের মধ্যেই এ ঘটনাটি ঘটে। তড়িঘড়ি করে অপর শ্রেণিকক্ষে থাকা ছাত্রীর বোনকে ডেকে পাঠান শিক্ষিকা।পরিবারকেও খবর দেওয়া হয়। তারপরই তাকে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই পর্যবেক্ষণে রয়েছে সেই শিক্ষার্থী।

 

ওই শিক্ষার্থীকে কোন সাপ ছোবল দিয়েছে তার ছবি তুলে রাখে স্কুল কর্তৃপক্ষ। পরবর্তীতে তা চিকিৎসককেও দেখানো হয়। তবে বিষধর না বিষহীন-তা নিয়ে এখনও সন্দেহ রয়েছে।

Spread the love