ভিসা নীতি নিয়ে মামলা, ৬ জনের বিরুদ্ধে সমন জারি

প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৩

ভিসা নীতি নিয়ে মামলা, ৬ জনের বিরুদ্ধে সমন জারি

লন্ডন বাংলা ডেস্কঃঃ
বাংলাদেশের বিরুদ্ধে আরোপিত ভিসা নীতির সঙ্গে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে দায়েরকৃত মামলার বিবাদী মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান ৬ কংগ্রেসম্যানের বিরুদ্ধে অবশেষে সমন জারি করেছে আদালত।

সমনপ্রাপ্তরা হচ্ছেন, ইউএস আর্মিতে কর্মরত লেফটেন্যান্ট জেনারেল পেন্সিলভেনিয়া অঙ্গরাজ্যের রিপাবলিকান দলীয় ইউএস কংগ্রেসম্যান পেরী স্কাট, এলাম্বা অঙ্গরাজ্যের রিপাবলিকান দলীয় ইউএস সদস্য বেরী মোর, ভার্জিনিয়া অঙ্গরাজ্যের রিপাবলিকান দলীয় ইউএস কংগ্রেসম্যান বব গুড, টেনিসি অঙ্গরাজ্যের রিপাবলিকান দলীয় ইউএস কংগ্রেসম্যান টীম বারসেট, ওহাইয়ো অঙ্গরাজ্যের রিপাবলিকান দলীয় ইউএস কংগ্রেসম্যান ওয়ারেন ডেভিসন ও টেক্সাস অঙ্গরাজ্যের রিপাবলিকান দলীয় ইউএস কংগ্রেসম্যান কিথ সেল্ফ।

 

বাংলাদেশি বংশোভূত মার্কিন নাগরিক ড.রাব্বী আলম ও তার অপর দু’ভাই যথাক্রমে রিজভী আলম এবং শেরে আলম রাসু কর্তৃক সম্প্রতি দায়েরকৃত মামলায় নির্ধারিত ফিস জমা দেয়ায় গত ২ আগষ্ট উক্ত বিবাদীদের বিরুদ্ধে এই সমন জারি করে মিশিগান ফেডারেল আদালত।

জনকণ্ঠকে সমন জারির বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট মামলার বাদি ও উকিল ড.রাব্বী আলম।

তিনি জানান, আগামী দুই মাসের মধ্যে সমনপ্রাপ্ত প্রত্যেক বিবাদীকে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগের জবাব দেয়ার সময় বেধে দিয়েছে সংশ্লিষ্ট আদালত।

এছাড়া ড.রাব্বী আরও জানান,ওই সমনের অনুলিপি দেয়া হয়েছে যুক্তরাষ্ট্রের নিযুক্ত মিশিগান অঙ্গরাজ্যের এটর্নী ডন ইশান ও যুক্তরাষ্ট্রের এটর্নী জেনারেল ম্যরিক ব্রায়ান গারল্যান্ডকেও।

Spread the love