বায়ুদূষণের শীর্ষে দুবাই, ঢাকার অবস্থান তৃতীয়

প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৩

বায়ুদূষণের শীর্ষে দুবাই, ঢাকার অবস্থান তৃতীয়
Spread the love

২৫ Views

লন্ডন বাংলা ডেস্কঃঃ
বায়ুদূষণের শীর্ষে রয়েছে আজ সংযুক্ত আরব আমিরাতের দুবাই। অন্যদিকে, বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থানতিন নম্বর। আজ সোমবার সকাল ৯টা ৩০ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

 

দূষণমাত্রার তালিকায় দুবাইয়ের স্কোর হচ্ছে ১৭৬ অর্থাৎ সেখানকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। এই শহরের স্কোর ১৬৯ অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর।

বায়ুদূষণের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। রাজধানীর স্কোর হচ্ছে ১৫৪ অর্থাৎ এখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

 

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।


Spread the love

Follow us

আর্কাইভ

September 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930