তামাবিল স্থলবন্দর দিয়ে প্রবাসীদের প্রবেশ নিষিদ্ধ

প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২০

তামাবিল স্থলবন্দর দিয়ে প্রবাসীদের প্রবেশ নিষিদ্ধ

স্টাফ রির্পোটারঃঃ
করোনাভাইরাস ছড়ানো রোধ করতে সিলেটের তামাবিলসহ দেশের সব স্থলবন্দর দিয়ে বিদেশি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করেছে সরকার। বন্দরগুলো হচ্ছে – তামাবিল, আখাউড়া, বেনাপোল, ভোমরা, বাংলাবান্ধা, হিলি, বুড়িমারী, রৌমারী, দর্শনা, নাকুগাঁও এবং শেওলা। এসব স্থলবন্দর দিয়ে বিদেশি নাগরিক প্রবেশ নিষিদ্ধ থাকবে বলে নির্দেশনায় জানানো হয়েছে।

 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে গতকাল শনিবার (২১ মার্চ) এ বিষয়ে একটি নির্দেশনা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের কাছে পাঠানো হয়েছে। আজ (২২ মার্চ) থেকেই এই নির্দেশনা কার্যকর হলো।

এতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এই প্রেক্ষিতে বাংলাদেশের অভ্যন্তরে করোনাভাইরাসের অধিকতর সংক্রমণ রোধকল্পে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ২২ মার্চ থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বর্তমানে বাংলাদেশের সব স্থলবন্দরসমূহের মাধ্যমে বিদেশি নাগরিকদের বাংলাদেশে প্রবেশ নিষিদ্ধ করা হলো।

Spread the love