সিলেট ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২৩
লন্ডন বাংলা ডেস্কঃঃ
শারীরিক অসুস্থতা নিয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি হয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। আজ বৃহস্পতিবার সকালে তিনি হাসপাতালটিতে ভর্তি হন।
বিএসএমএমইউ কর্তৃপক্ষ জানায়, সকাল ১০টা ৫ মিনিটে শারীরিক অসুস্থাতাবোধ করায় বিএসএমএমইউতে নিয়ে আসা হয় মন্ত্রিপরিষদ সচিবকে। বিএসএমএমইউ-এর কেবিন ব্লকের ৪১১ নম্বর কেবিনে তিনি ভর্তি রয়েছেন।
মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সচিব কাজী শাহজাহান বলেন, ‘স্যারের ডেঙ্গু হয়নি। জ্বর ও কাশি হওয়ায় আজ সকালে স্যার হাসপাতালে ভর্তি হয়েছেন।’