কর ফাঁকির মামলায় খালাস পেলেন নোবেলজয়ী মারিয়া রেসা

প্রকাশিত: ১:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৩

কর ফাঁকির মামলায় খালাস পেলেন নোবেলজয়ী মারিয়া রেসা
Spread the love

১১ Views

আন্তর্জাতিক ডেস্কঃঃ

শান্তিতে নোবেলজয়ী সাংবাদিক মারিয়া রেসা তার বিরুদ্ধে হওয়া সবশেষ কর ফাঁকির মামলা থেকে অব্যাহতি পয়েছেন। আজ মঙ্গলবার ফিলিপাইনের এক আদালত এ রায় দিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ রায়কে দেশটিতে সংবাদপত্রের স্বাধীনতার বিজয় হিসেবে দেখা হচ্ছে।

 

 

 

প্রতিবেদনে বলা হয়েছে, মারিয়া রেসার প্রতিষ্ঠান র‍্যাপলারকেও আজ মঙ্গলবার এ মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। এ রায়ের পর রেসা বলেছেন, আমি আদালতের সিদ্ধান্তে ‘স্বস্তি’ বোধ করছি।  ২০২১ সালে মারিয়া রেসা নোবেল পুরস্কার লাভ করেন। তিনি তার সংবাদ প্রতিষ্ঠান র‍্যাপলারের মাধ্যমে দেশটির সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের কড়া সমালোচনা করতেন। সেখানে মাদকের বিরুদ্ধে দুতের্তের রক্তক্ষয়ী যুদ্ধের তীব্র সমালচনা করা হতো।

 

 

 

রেসার বিরুদ্ধে সবশেষ যে পাঁচ মামলা হয়েছিল তা দুতের্তের আমলে। দুতের্তে সরকার ২০১৫ সালে মারিয়া রেসা ও র‍্যাপলারের বিরুদ্ধে আয়কর ফাঁকির ৫টি অভিযোগ আনে। ২০১৫ সালে ফিলিপাইনের ‘ডিপোজিটরি রিসিপ্ট’ বিক্রিতে তিনি কর ফাঁকি দিয়েছিলেন বলে অভিযোগ করা হয়।  চলতি বছরের জানুয়ারিতে চারটি অভিযোগ থেকে মারিয়া রেসা ও তার র‍্যাপলারকে মুক্তি দেয় আদালত। শেষমেশ পঞ্চম অভিযোগ থেকেও অব্যাহতি পেলেন রেসা।

 

 

 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের জুনে পদত্যাগ করেন দুতের্তে। তার মাদকবিরোধী অভিযানে হাজার হাজার ব্যক্তি নিহত হয় বলে অভিযোগ। এ নিয়ে মানবতার বিরুদ্ধে অপরাধ- এর জন্য হেগের আন্তর্জাতিক ফৌজদারি আদালতের তদন্দন্তের মুখোমুখি হয়েছেন তিনি।


Spread the love

Follow us

আর্কাইভ

September 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930