চীনের ‘নিখোঁজ’ প্রতিরক্ষামন্ত্রী কী পদ হারাচ্ছেন

প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২৩

চীনের ‘নিখোঁজ’ প্রতিরক্ষামন্ত্রী কী পদ হারাচ্ছেন
Spread the love

১৬ Views

আন্তর্জাতিক ডেস্কঃঃ

চীনা প্রতিরক্ষা মন্ত্রী লি শংফুর সপ্তাহব্যাপী অনুপস্থিতি নিয়ে সন্দেহ আরও গভীর হয়েছে। নেতৃস্থানীয় পশ্চিমা সংবাদমাধ্যমের মতে, তিনি তদন্তের অধীন ছিলেন। এমনকি তাকে পদ থেকেও সরানো প্রক্রিয়া চলছে। শুক্রবার একজন শীর্ষ মার্কিন কূটনীতিক তাকে গৃহবন্দী করা হয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভিয়েতনামি এবং সিঙ্গাপুরের প্রতিরক্ষা নেতাদের সঙ্গে বৈঠকে অনুপস্থিত ছিলেন লি (৬৫)। তাকে শেষবার ২৯ আগস্ট বেইজিংয়ে আফ্রিকান দেশগুলোর সঙ্গে একটি নিরাপত্তা ফোরামে মূল বক্তব্য দিতে দেখা গেছে।

 

 

এর আগে তিনি রাশিয়া ও বেলারুশ সফরে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, লি দুর্নীতির জন্য তদন্তাধীন ছিলেন এবং সম্ভবত তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হবে। লিকে অফিস থেকে এমন সময় সরিয়ে দেওয়া হচ্ছে যখন ফাইন্যান্সিয়াল টাইমস এর আগে বলেছিল, মার্কিন সরকার মনে করে লি তদন্তাধীন রয়েছে। জাপানে ওয়াশিংটনের রাষ্ট্রদূত রাহম ইমানুয়েল এক্স-এর একটি পোস্টে লিখেছেন, ‘প্রথমত—প্রতিরক্ষা মন্ত্রী লি শাংফুকে ৩ সপ্তাহের মধ্যে কোথাও দেখা বা শোনা যায়নি। দ্বিতীয়ত—ভিয়েতনাম সফরের জন্য তিনি নো-শো ছিলেন। এখন—সিঙ্গাপুরের নৌবাহিনী প্রধানের সঙ্গে তার পূর্ব নির্ধারিত বৈঠকেও অনুপস্থিত তিনি।

 

 

 

এর কারণ কি তাকে গৃহবন্দী করে রাখা? পোস্টের সঙ্গে উইলিয়াম শেক্সপিয়রের বিখ্যাত নাটক হ্যামলেটের বিখ্যাত উক্তি ‘সামথিং ইজ রোটেন ইন দ্য স্ট্যাট অব ডেনমার্ক’ যোগ করেছেন। চীনের প্রতিরক্ষা মন্ত্রক তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি। টোকিওতে মার্কিন দূতাবাস বলেছে যে তারা তাৎক্ষণিকভাবে আর কোনো মন্তব্য করেনি। লি তদন্তাধীন কিনা জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং একটি দৈনিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, তিনি এ ব্যাপারে প্রাসঙ্গিক তথ্য সম্পর্কে অবগত নন। সিঙ্গাপুর নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল শন ওয়াট ৪ থেকে৯ সেপ্টেম্বর পর্যন্ত চীনে ছিলেন এবং পিএলএ নৌবাহিনীর কমান্ডার ডং জুন এবং অন্যান্য নৌবাহিনীর নেতাদের সঙ্গে দেখা করেছেন বলে সিঙ্গাপুরের প্রতিরক্ষা মন্ত্রণালয় তার ওয়েবসাইটে জানিয়েছে। ওয়েবসাইটে তাদের সঙ্গে অথবা লি এর সঙ্গে দেখা করার কথা উল্লেখ করেনি।

 

 

 

জনসাধারণের দৃষ্টিভঙ্গি থেকে দীর্ঘ সময় নিখোঁজ এবং সাম্প্রতিক মাসগুলোতে পিপলস লিবারেশন আর্মির এলিট রকেট ফোর্সের নেতৃত্বে নাড়া দেওয়ার পরে জুলাই মাসে চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং-এর ব্যাখ্যাতীত প্রতিস্থাপনের পরে লিকে ঘিরে নতুন জল্পনা শুরু হয়েছে। সিঙ্গাপুরের লি কুয়ান ইউ স্কুল অব পাবলিক পলিসির সহযোগী অধ্যাপক আলফ্রেড উ বলেছেন, ‘কিনের পরপরই লি-এর অন্তর্ধান, বহির্বিশ্বের কাছে চীনা অভিজাত রাজনীতি কতটা রহস্যময় হতে পারে তারই ইঙ্গিত৷ শির অধীনে চীন বিশ্বের কাছে নিজেকে ব্যাখ্যা করার কোনো প্রয়োজনই মনে করে না।’ এই পদক্ষেপগুলো চীনের নেতৃত্বে স্বচ্ছতার অভাব এবং অপ্রত্যাশিত সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে বিশ্লেষক এবং কূটনীতিকদের কাছ থেকে প্রশ্ন তুলেছে।

 

 

 

লিকে মার্চ মাসে নিযুক্ত করা হয়েছিল। তিনি চীনের পাঁচটি স্টেট কাউন্সিলরদের মধ্যে একজন। এটি হলো মন্ত্রিসভার একটি পদ যা একজন নিয়মিত মন্ত্রীর চেয়ে উঁচু মানের। রাশিয়ার বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক রোসোবোরোনেক্সপোর্টের কাছ থেকে অস্ত্র কেনার জন্য ২০১৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্র লির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক জা ইয়ান চং বলেছেন, লিকে ঘিরে স্পষ্টতার অভাব চীনের সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে অনিশ্চয়তাকে আরও জোরদার করেছে। অনুমানের পরিসর বর্তমানে পিআরসি (পিপলস রিপাবলিক অব চায়না) সিস্টেমের উচ্চ অনিশ্চয়তা প্রদর্শন করে।


Spread the love

Follow us

আর্কাইভ

September 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930