সিলেট ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২৩
আন্তর্জাতিক ডেস্কঃঃ
বন্যার স্রোতে দুটি বাঁধ ধসে লিবিয়ায় আজ ধ্বংসস্তূপ। পানির স্রোতে ভেসে গেছে হাজার হাজার প্রাণ। এখন পর্যন্ত ১১ হাজার ৩০০ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রকৃত সংখ্যা আরও বেশি বলে আশঙ্কা কর্তৃপক্ষের। এর মধ্যে আরও দুটি বাঁধ ভেঙে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ।
জাতিসংঘের মানবাধিকার সমন্বয়ক বিষয়ক সংস্থা জানায়, দুটি বাঁধে প্রচুর পানির চাপ রয়েছে। যেকোনো সময় সেই চাপে বাঁধ ভেঙে যেতে পারে। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহর ডেরনা ও বেনগাজির মাঝে রয়েছে ওয়াদি জাজা বাঁধ। আরেকটি বাঁধ বেনগাজি শহরের কাছে। সংস্থাটি বলছে, বাঁধ দুটির অবস্থা নিয়ে ভিন্নধর্মী রিপোর্ট পাচ্ছেন তারা। কেউ বলছে বাঁধগুলো স্থিতিশীল আছে, আবার কেউ বলছে বাঁধগুলোতে প্রচুর চাপ রয়েছে। দেশটিতে গত ১০ সেপ্টেম্বর আঘাত হানে শক্তিশালী ঘূর্ণিঝড় ড্যানিয়েল।
এর মধ্যে পরবর্তী সময়ে গত মঙ্গলবার বন্যায় ভেঙে যায় ডেরনা শহরের দুটি গুরুত্বপূর্ণ বাঁধ। এতে সুনামির মতো পানির স্রোতে ভেসে যায় শহরটির ২৫ শতাংশ এলাকা। শহরটিতে এক লাখ মানুষের বসবাস। এখন পর্যন্ত ১১ হাজার মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে এখানে। দেশের অন্যান্য কিছু শহরেও মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে ডেরনা শহরে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি।