সিলেট ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৩
আন্তর্জাতিক ডেস্কঃঃ
পেরুতে ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৪ জন নিহত হয়েছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।প্রতিবেদনে বলা হয়েছে, বাসটি আয়াচুচো থেকে দেশটির উত্তরে যাচ্ছিল। গতকাল সোমবার স্থানীয় সময় রাত দেড়টায় পাহাড়ি রাস্তা থেকে খাদে পড়ে যায়।
স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, বাসটি হুয়ানকাভেলিকা এলাকায় দুর্গম পাহাড়ি ভূখণ্ডে আছড়ে পড়ার সময় বেশ কয়েকবার উল্টে যায়। আঙ্কো জেলার মেয়র ম্যানুয়েল জেভালোস পাচেচো আরপিপি সংবাদমাধ্যমকে বলেছেন, বাসটি অন্তত ১৫০ মিটার নিচে পড়ে যায়।
আঞ্চলিক গভর্নর জানান, আহত ১১ জন যাত্রীকে হুয়ান্তা সাপোর্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে লা রিপাবলিকা পত্রিকার খবরে বলা হয়েছে, দুর্ঘটনায় অন্তত ৩৬ জন আহত হয়েছে। পেরুর পরিবহত কর্তৃপক্ষ হতাহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছে। সেইসঙ্গে কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখার অঙ্গীকার করেছে।