সিলেট ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৩
আন্তর্জাতিক ডেস্কঃঃ
ইউক্রেনের ভূখণ্ডে ছোড়া ৩০টি ড্রোনের মধ্যে ২৭টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। সেইসঙ্গে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। আজ মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা বাহিনী বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে বলেছে, ইউক্রেনের দক্ষিণাঞ্চল, মধ্যাঞ্চল এবং পশ্চিমাঞ্চলে ইরানের তৈরি শাহেদ ড্রোন ধ্বংস করা হয়েছে। সেইসঙ্গে ইউক্রেনের কেন্দ্রে ক্রিভি রিহতে রাশিয়া ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।
তবে ইউক্রেনের এসব দাবি নিয়ে মুখ খুলেনি রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন। এরপর আজ পর্যন্ত টানা ৫৭৩ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দুই দেশের মধ্যে যুদ্ধ বিপজ্জনক পর্যায়ে অবস্থান করছে।