ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে শাহরুখের নায়িকা

প্রকাশিত: ১:৫০ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৩

ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে শাহরুখের নায়িকা

বিনোদন ডেস্কঃঃ

ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী গায়ত্রী যোশী ও তার স্বামী বিকাশ ওবেরয়। বর্তমানে স্বামীকে নিয়ে ইতালিতে অবস্থান করছেন তিনি। দুর্ঘটনায় খুব একটা ক্ষতিগ্রস্ত হননি তারা। এখন সুস্থ আছেন বলেই জানিয়েছেন গায়ত্রী।

 

 

গায়ত্রী ও তার স্বামী সুস্থ থাকলেও এই দুর্ঘটনার কবলে পড়ে এক দম্পতি মারা গেছেন। বিষয়টি নিয়ে ইতালি থেকে ভারতীয় গণমাধ্যমে কথা বলেছেন গায়ত্রী। অভিনেত্রী বলেন, বর্তমানে বিকাশ আর আমি ইতালিতে রয়েছি। আমরা ভয়াবহ এক সড়ক দুর্ঘটনার কবলে পড়েছি। কিন্তু ঈশ্বরের ইচ্ছায় দুজনেই সুস্থ আছি।

 

 

 

ইতোমধ্যে সড়ক দুর্ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ওই ভিডিওতে দেখা যায়, কয়েকটি গাড়িকে ওভারটেক করার চেষ্টা করছে একটি কাভার্ডভ্যান। এ সময় একটি ল্যাম্বারগিনি ও একটি ফেরারিসহ কয়েকটি গাড়ি ভ্যানটিকে ধাক্কা দিলে তা উল্টে যায়। আর ধাক্কা দেওয়া একাধিক গাড়ি সড়ক থেকে ছিটকে পড়ে। ভারতীয় সূত্র অনুযায়ী, সড়ক থেকে গাড়িগুলো ছিটকে পড়ার পর দুর্ভাগ্যবশত ফেরারি গাড়িটিতে আগুন লেগে যায়।

 

 

 

এতে গাড়ির ভেতরে থাকা এক দম্পতি ঘটনাস্থলেই মারা যান। তাদের একজনের নাম মেলিসা ক্রাউতলি, অন্যজনের নাম মার্কাস ক্রাউতলি। তারা দুজনেই সুইজারল্যান্ডের নাগরিক বলে জানা গেছে। প্রসঙ্গত, ২০০৪ সালে ‘স্বদেশ’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় গায়ত্রীর। এই সিনেমায় শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়ান তিনি। তবে সিনেমাটি অভিনয় থেকে নিজেকে সরিয়ে নেন। ২০০৫ সালে বিকাশ ওবেরয়কে বিয়ে করে সংসারী হন এই অভিনেত্রী।

Spread the love