ইতালিতে মৌসুমি-স্পন্সর ভিসার তারিখ ঘোষণা, ভাগ্য খুলছে বাংলাদেশিদের

প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২৩

লন্ডন বাংলা ডেস্কঃঃ
কৃষিসহ বিভিন্ন খাতে মৌসুমি ও স্পন্সর ভিসায় বিদেশিকর্মী নিতে আনুষ্ঠানিক ডিক্রি ও গ্যাজেট প্রকাশ করেছে ইতালি। আগামী তিন বছরে মোট চার লাখ ৫২ হাজার বিদেশি নাগরিক ইতালি আসার সুযোগ পাবেন। অবৈধ অভিবাসন নিয়ে বেশ কয়েক বছর ধরে চাপে থাকলেও দেশটির বিভিন্ন খাতে শ্রমঘাটতি মেটাতে বরাবরের মতো মৌসুমি বা সিজনাল ও নন-সিজনাল বা স্পন্সর ভিসার ডিক্রি অনুমোদন দিয়েছে দেশটির সরকার।

 

ইনফোমাইগ্রেন্ট তাদের এ প্রতিবেদনে জানিয়েছে, আগামী ২৭ সেপ্টেম্বর ইতালির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই ডিক্রি অনুমোদন দেওয়া হয়। গত ৩ অক্টোবর ডিক্রিটি গ্যাজেট আকারে প্রকাশিত হয়। গত ৪ অক্টোবর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইটালির শ্রম ও সামাজিক পরিকল্পনা বিষয়ক মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিবাসী ইন্টিগ্রেশন বিষয়ক দপ্তর।

 

গ্যাজেট উল্লিখিত সব শর্ত পূরণ করে চলতি বছর আবেদন করা ব্যক্তিদের মধ্যে চলতি বছর ইতালি আসার সুযোগ পাবেন এক লাখ ৩৬ হাজার মানুষ। ২০২৪ সালের জন্য এই সংখ্যা নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫১ হাজার। সর্বশেষ ২০২৫ সালে মোট এক লাখ ৬৫ হাজার অভিবাসীকে মৌসুমি ও অ-মৌসুমি খাতে আনা হবে। বছর ভিত্তিক কোটা অনুযায়ী কোন খাতে কতজন আসতে পারবেন এবং আবেদনের বাকি শর্তগুলো কী হবে, তা অন্য একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছে দেশটির শ্রম ও সামাজিক পরিকল্পনা বিষয়ক মন্ত্রণালয়।

 

নন সিজনাল অভিবাসী কর্মী আনতে যেসব দেশের সঙ্গে ইতালির বিশেষ সহযোগিতা চুক্তি আছে, এমন দেশের নাগরিকেরা আগামী ২ ডিসেম্বর থেকে আবেদন করতে পারবেন। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ প্রায় ৩৫টি দেশ এই তালিকায় রয়েছে। যেসব দেশের সঙ্গে চুক্তি নেই সেসব দেশের অভিবাসীরা নন-সিজনাল বা স্পন্সর ভিসায় আসতে ৪ ডিসেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু করতে পারবেন।

 

কৃষিসহ বিভিন্ন মৌসুমি ভিসা বা সিজনাল কোটায় আসতে ইচ্ছুক কর্মীরা ১২ ডিসেম্বর থেকে যথাযথ প্রক্রিয়া শুরু করতে পারবেন। বাংলাদেশসহ দক্ষিণ এশীয় দেশগুলো থেকে মৌসুমি ভিসায় আসতে ইচ্ছুকদের জন্য এই তারিখ প্রযোজ্য হবে।

 

পররাষ্ট্র ও আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শ্রম ও সামাজিক পরিকল্পনা বিষয়ক মন্ত্রণালয়, কৃষি, খাদ্য সার্বভৌমত্ব এবং বন ও পর্যটন মন্ত্রণালয়ের একটি যৌথ সার্কুলারের মাধ্যমে শিগগিরই এই প্রক্রিয়ার বিস্তারিত বিধানগুলো সংজ্ঞায়িত করা হবে বলে জানানো হয়েছে। যদিও প্রকাশিত গ্যাজেটে সবগুলো কোটার বিস্তারিত উল্লেখ করা হয়েছে। কিন্তু আইনি ব্যাখ্যার প্রয়োজনে একটি বিজ্ঞপ্তিতে প্রতি বছর সংশ্লিষ্টদের জন্য পরিষ্কার ধারণা দেওয়া হয়।

 

ইতালি বা যে কোনো দেশে কর্মী নিয়োগের কোনো সার্কুলার দেওয়া হলে বাংলাদেশ থেকে আগ্রহী বেশিরভাগ আবেদনকারী সাধারণত বেসরকারি এজেন্সিগুলোতে ভিড় করেন। কিন্তু এ ক্ষেত্রে মনে রাখতে হবে মধ্যপ্রাচ্য বা অন্যান্য দেশগুলোর মতো ইতালিতে চাইলেই কোনো এজেন্সির মাধ্যমে আবেদন করা যায় না। কৃষি, হোটেল-রেস্তোরাঁ, নির্মাণ খাতসহ সার্কুলারে তালিকাভুক্ত খাতগুলোতে মৌসুমি ও স্পন্সর ভিসার জন্য আবেদন করতে পারবেন একমাত্র নিয়োগকর্তা।অর্থাৎ, ইতালিতে কৃষি বা অন্যান্য খাতে ব্যবসা করছেন এমন কোনো মালিক যদি তার প্রতিষ্ঠানের জন্য কর্মীর প্রয়োজন হয়, সেক্ষেত্রে তিনি আবেদনকারীর বিস্তারিত তথ্য ও যাবতীয় সরকারি নিয়ম অনুসরণ করে সরকারের নির্দিষ্ট দপ্তরে আবেদন করবেন। সরকার যাচাই বাছাই করে আবেদন মঞ্জুর করলে পরবর্তীতে নিয়োগকর্তা ভিসাসহ অন্যান্য প্রস্তুতির জন্য আবেদনকারীকে অবহিত করবেন।

Spread the love

আর্কাইভ

March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31