সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
সিরাজগঞ্জের তাড়াশ রঘুনিলী মঙ্গলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আইয়ুব আলী (৩৫) বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষকের বিচার ও অপসারণ চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন অভিভাবক ও এলাকাবাসী।
অভিযোগ সূত্রে জানা যায়, সহকারী শিক্ষক আইয়ুব আলী দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের বিভিন্ন ছাত্রীর সঙ্গে নানাভাবে হয়রানি করে আসছে। গত ১৬ই মার্চ বিকালে শিক্ষক আইয়ুব আলী রঘুনিলী মঙ্গলবাড়িয়া বাজারে ভাড়া করা একটি কক্ষে প্রাইভেট পড়ানোর নামে ওই বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় এলাকাবাসী ধরে ফেলে। এ সময় শিক্ষক আইয়ুব আলী কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ঘটনার প্রেক্ষিতে অভিভাবক ও এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের বিচার ও অপসারণ দাবি করে মানববন্ধন ও পোস্টারিং করেন। নুরুল ইসলাম, মোস্তফা মন্টু, আবদুর রাজ্জাক, গোলজার হোসেনসহ একাধিক অভিভাবক অভিযোগ করে বলেন, ওই শিক্ষকের বিচার না হওয়া পর্যন্ত আমাদের ছেলেমেয়েদের স্কুলে পাঠাবো না।
ঘটনাটি অস্বীকার করে অভিযুক্ত শিক্ষক আইয়ুব আলী বলেন, এটা মিথ্যা ও সাজানো ঘটনা।রঘুনিলী মঙ্গলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউজ্জামান নান্নু বলেন, অভিযোগটি আমিও পেয়েছি।ওই শিক্ষক ইতিপূর্বেও স্কুলে একাধিকবার এ ধরনের ঘটনা ঘটিয়েছে। তাকে সতর্ক করার জন্য বেশ কয়েকবার কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছিল।এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার ইফ্ফাত জাহান বলেন, অভিযোগপত্রটি পেয়েছি, প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।