সিলেট ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২০
প্রতিনিধি/দোয়ারাবাজারঃঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পূর্ব মাছিমপুর গ্রামে পাওনা টাকা নিয়ে রহিম মিয়া (২৭) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। রবিবার (২৩ মার্চ) দিবাগত রাতে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (২০মার্চ) সন্ধ্যায় দোয়ারাবাজারের পশ্চিম বাজারে নিহত রহিম মিয়া এবং ঐ গ্রামের বাসিন্দা আলী হোসেনের কাছে মাছের পাওনা ২০০ টাকা চাইলে আলী হোসেন ও তার লোকজন বর্গা ও দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাকে মাথায় ও বুকে আঘাত করতে তাকে পরে স্থানীয় লোকজন নিহত রহিম মিয়াকে উদ্ধার করে প্রথমে দোয়ারা বাজার সদর হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশংকা জনক হওয়ায় কর্তব্যরত চিকৎসকরা তাকে সিলেটে ওসমানী মেডিকেলে পাটান। ৩দিন পর রবিবার দিবাগত রাতে তার মৃত্যু হয়।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.আবুল হাশেম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এই বিষয়ে এটি মামলার অজু করা হয়েছে।