লকডাউনের পথে মৌলভীবাজারের ৫ ভবন

প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২০

লকডাউনের পথে মৌলভীবাজারের ৫ ভবন

স্টাফ রির্পোটারঃঃ

মৌলভীবাজার সদর হাসপাতালে করোনা সন্দেহজনক একজন নারীর মৃত্যু হয়েছে। তিনি যুক্তরাজ্য ফেরত ছিলেন। করোনাভাইরাস সংক্রমণের সন্দেহে মৌলভীবাজার শহরের ৫টি বাসাকে লকডাউন করেছে প্রশাসন। সোমবার (২৩ মার্চ) মৌলভীবাজার শহরের কাশিনাথ সড়কের এই বাসাগুলোতে বসবাসরতদের হোম কোয়ারেন্টাইন রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, মৌলভীবাজার শহরের কাশিনাথ সড়কের এম আর ভিলা’য় রেজিয়া বেগম নামে যুক্তরাজ্য ফেরত ষাটোর্ধ্ব এক নারী রবিবার (২২ মার্চ) অসুস্থ হয়ে মারা যান। সন্দেহ করা হচ্ছে তিনি করোনা আক্রান্ত ছিলেন।

 

তবে স্থানীয় সূত্রে জানা যায়, নারী কয়েকমাস আগে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে দেশে এসেছিলেন। তিনি হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। এছাড়া পাশের আরেকটি বাসায় সদ্য ইতালি ফেরত এক যুবক অসুস্থ রয়েছেন।এ অবস্থায় এম আর ভিলাসহ আশেপাশের ৫টি বাসাকে করোনা সন্দেহে ‘হোম কোয়ারেন্টাইন’ ঘোষণা করে লকডাউন করে দিয়েছে প্রশাসন।

এবিষয়ে মৌলভীবাজার সিভিল সার্জন ডা: তওহীদ আহমদ বলেন, “আমাদের আরো অনেক প্রক্রিয়া বাকি আছে কাজ শেষ হলে আপনাদের ব্রিফ করবো। এখন এসব আলোচনার সময় নয় কাজের অসুবিধা হবে, তথ্য বিভ্রাট হবে”।

Spread the love