লেবাননের এক-তৃতীয়াংশ মানুষ ইসরাইলের সঙ্গে যুদ্ধ চায়

প্রকাশিত: ১:০৪ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৩

লেবাননের এক-তৃতীয়াংশ মানুষ ইসরাইলের সঙ্গে যুদ্ধ চায়
১৯ Views

আন্তর্জাতিক ডেস্কঃঃ

লেবাননের প্রায় এক-তৃতীয়াংশ নাগরিক ইসরায়েলের বিরুদ্ধে হামাসের সঙ্গে যুদ্ধে যোগ দেওয়ার পক্ষে নিজেদের অবস্থানের কথা জানিয়েছেন। ইসরায়েলের সঙ্গে যুদ্ধের প্রতি লেবাননের নাগরিকদের মনোভাবের বিষয়ে করা নতুন এক জরিপে এ তথ্য উঠে এসেছে।  বৈরুতভিত্তিক লেবাননের সংবাদমাধ্যম আল আখবার এক প্রতিবেদনে জরিপের এই তথ্য জানিয়েছে। এদিকে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ এড়াতে কাজ করছেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নাজিব মিকাতি।

 

লেবাননের কনসালটেটিভ সেন্টার ফর স্টাডিজ অ্যান্ড ডকুমেন্টেশন হামাস-ইসরায়েল যুদ্ধে লেবাননের যোগ দেওয়ার বিষয়ে জনমত যাচাইয়ে জরিপটি পরিচালনা করেছে। জরিপে ইসরায়েলে শুরু করা হামাসের ‘অপারেশন আল-আকসা ফ্লাডের’ পক্ষে ব্যাপক জনসমর্থন দেখা যায়। এই জরিপে লেবাননের ৪০০ নাগরিক অংশ নেয়। তাদের মধ্যে ১৯৪ জন নারী এবং ২০৬ জন পুরুষ।

 

 

জরিপে অংশ নেওয়া ৮০ শতাংশই ইসরায়েলে হামাসের অভিযানের প্রতি সমর্থন জানিয়েছেন। জরিপে অংশগ্রহণকারীদের কাছে জানতে চাওয়া হয়, গাজায় ইসরায়েলি আগ্রাসনের মুখে লেবাননের কী করা উচিত বলে মনে করেন তারা? জবাবে ৭৭ শতাংশই বলেছেন, তারা আগ্রাসনের ঘটনায় রাজনৈতিক সমাধানের পক্ষে নিজের অবস্থান তুলে ধরেছেন। এছাড়া জরিপে অংশ নেওয়া অনেকেই ইসরায়েলের বিরুদ্ধে অধিক আগ্রাসি পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছেন।

 

 

জরিপে অর্ধেকেরও বেশি, অর্থাৎ ৫২ শতাংশ মানুষ ইসরায়েলি সীমান্তে হিজবুল্লাহ যেভাবে অভিযান চালিয়ে আসছে তার প্রতি সমর্থন জানিয়েছেন। উত্তরদাতাদের প্রায় এক-তৃতীয়াংশ, অর্থাৎ ৩২ শতাংশই দক্ষিণ ফ্রন্টে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে হামাসের সঙ্গে যোগ দেওয়ার পক্ষে মত দিয়েছেন।  তবে জরিপে অংশ নেওয়া বিভিন্ন ধর্মীয় ও জাতিগত গোষ্ঠীর মধ্যে যুদ্ধের বিষয়ে মনোভাবে পার্থক্য দেখা গেছে।

 

 

অপারেশন আল-আকসা ফ্লাডের প্রতি সমর্থনের ক্ষেত্রে দেখা যায়, জরিপে অংশ নেওয়া লেবাননের শিয়া মুসলিমদের ৯৮ শতাংশই এর পক্ষে মত দিয়েছেন। আর সুন্নি মুসলিম এবং দ্রুজ ধর্মাবলম্বীদের ক্ষেত্রে এ হার কমে ৮৬ শতাংশ হয়েছে। এছাড়া জরিপে অংশ নেওয়া খ্রিষ্টানদের ক্ষেত্রে এই সমর্থনের হার ৬০ শতাংশ। ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানানোর পক্ষে ৯৭ শতাংশ শিয়া, ৮৪ শতাংশ সুন্নি, ৫৫ শতাংশ খ্রিষ্টান এবং ৭৫ শতাংশ দ্রুজ ধর্মাবলম্বী মত দিয়েছেন। এদিকে লেবাননের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, ইসরায়েল-হামাস যুদ্ধে যাতে তার দেশ জড়িয়ে না পড়ে তা নিশ্চিত করতে কাজ করছে দেশটির সরকার।

 

সোমবার ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি এ মন্তব্য করেন। এমন সময় তিনি এই মন্তব্য করলেন যখন লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েল সীমান্তে পালটাপালটি গোলা বিনিময় করছে।  উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা করে নাজিব মিকাতি বলেন, লেবানন যাতে যুদ্ধে জড়িয়ে না পড়ে সেজন্য আমি দায়িত্ব পালন করছি। নগদ অর্থের সংকটে থাকা লেবানন নেতৃত্বহীন অবস্থায় যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কায় রয়েছে।

 

রাজনৈতিক বিভেদের কারণে প্রায় এক বছর ধরে দেশটিতে কোনো প্রেসিডেন্ট নেই। দেড় বছর ধরে অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভার প্রধানের দায়িত্ব পালন করছেন। মিকাতি বলেন, ঝড়ের কেন্দ্রে রয়েছে লেবানন। উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা আমি উড়িয়ে দিতে পারছি না। কারণ মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়া ঠেকাতে একটি যুদ্ধবিরতির জন্য উদ্যোগ চলমান রয়েছে।

Spread the love

Follow us

আর্কাইভ

December 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031