সিলেট ১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৩
আন্তর্জাতিক ডেস্কঃঃ
নেপালে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬। এর প্রভাবে কেঁপে উঠেছে ভারতের দিল্লিও। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
শুক্রবার নেপালে আঘাত আনে শক্তিশালী ভূমিকম্প। দেশটির পশ্চিমাঞ্চলের জাজারকোটে ভূমিকম্পে অন্তত ১৩৩ জন নিহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। দেশটির ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে ৬ দশমিক ৪ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে শুক্রবার মাঝরাত নাগাদ।
দুইদিন পর আজ সোমবার আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে নেপালে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
ভারতের ভূমিকম্প বিষয়ক অধিদপ্তর জানিয়ছে, নেপালের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দিল্লিও। উত্তর প্রদেশের অযোধ্যা থেকে ২৩৩ কিলোমিটার দক্ষিণে ছিল এর উৎপত্তিস্থল।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকামিত ভিডিওতে দেখা যায়, আবাসিক ভবন থেকে আতঙ্কে রাস্তায় নেমে এসেছেন দিল্লিবাসী।