শিক্ষক থেকে প্রেসিডেন্ট হওয়ার গল্প বারাক ওবামা

প্রকাশিত: ১:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৩

শিক্ষক থেকে প্রেসিডেন্ট হওয়ার গল্প বারাক ওবামা
২৪ Views

আন্তর্জাতিক ডেস্কঃঃ

যুক্তরাষ্ট্রের সফলতম প্রেসিডেন্টের একজন বারাক ওবামা। পুরো নাম বারাক হুসেইন ওবামা। ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশটির রাষ্ট্রনায়ক ছিলেন তিনি। সবচেয়ে মজার তথ্য হলো তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ছিলেন। তার আগে কোনো কৃষ্ণাঙ্গকে রাষ্ট্রপ্রধান হিসেবে জায়গাই দেয়নি দেশটি। বারাক ওবামার রাজনীতিতে উত্থান অবশ্য হঠাৎ করেই। শিক্ষকতা পেশা থেকে রাষ্ট্রনায়ক হওয়ার গল্প হয়তো অবাক করবে অনেককেই।

 

 

 

 

 

বারাক ওবামার জন্ম : বারাক ওবামার জন্ম ১৯৬১ সালের ৪ আগস্ট যুক্তরাষ্ট্রের হাওয়াইতে। তার বাবা ছিলেন কৃষ্ণাঙ্গ কেনিয়ার নাগরিক বারাক ওবামা সিনিয়র। আর মা এ্যান ডানহ্যাম ছিলেন শ্বেতাঙ্গ মার্কিন নাগরিক। হাওয়াই বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তাদের প্রেম, তারপর বিয়ে। সেই সংসার জীবন বেশিদিন টেকেনি। বারাক ওবামার বয়স যখন দুই বছর তখন তার বাবা-মার বিবাহ বিচ্ছেদ হয়৷ তখন তার বাবা অর্থনীতি বিষয়ে পড়াশোনা করতে যান অন্য আরেক শহরে। পিছে ফেলে যান শিশুপুত্র বারাক এবং স্ত্রী এ্যানকে। এর কিছুদিন পরেই তিনি ফিরে যান কেনিয়ায় এবং সেখানে অর্থনীতিক হিসেবে কাজ করেন।

 

১৯৮২ সালে বারাক ওবামা সিনিয়র মারা যান। তার মৃত্যুর আগে মাত্র একবারই ছেলে ওবামাকে দেখতে পান। পরে তার মা এক ইন্দোনেশিয়ানকে বিয়ে করলে ওবামাকেও থাকতে হয় এশিয়ার দেশটিতে। পরে আবারও যুক্তরাষ্ট্রে নানা-নানির কাছে ফিরে যান ওবামা। সেখানে হাওয়াইয়ের বিখ্যাত পূনাহু একাডেমিতে ভর্তি হন। সেখানে ভালো ছাত্রের পাশাপাশি ভালো একজন বাস্কেটবল খেলোয়াড় হিসেবেও প্রশংসা কুড়ান। ১৯৭৯ সালে তিনি দারুণ ফল করে একাডেমি থেকে পাশ করেন। সেখান থেকেই আমেরিকায় বর্ণবাদ কতটা ভয়াবহ তা ভালোভাবেই টের পান।

 

বারাক ওবামার শিক্ষাজীবন : শিক্ষাজীবনে ১৯৯০ সালের ফেব্রুয়ারিতে প্রথম আফ্রিকান আমেরিকান হিসেবে ওবামা ‘হার্ভার্ড ল-রিভিউ’ এর সম্পাদক নির্বাচিত হন। তিনি ১৯৯১ সালে ভালো ফলের রেকর্ড গড়ে হার্ভার্ড থেকে আইন বিষয়ে ডিগ্রি নিয়ে বের হন।

 

বারাক ওবামার শিক্ষকতা পেশা  : হার্ভার্ড থেকে বের হওয়ার পর ওবামা আবার শিকাগোতে ফিরে যান এবং গণ অধিকারবিষয়ক আইনজীবী হিসেবে কাজ করতে শুরু করেন। ওই সময়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে শিকাগো বিশ্ববিদ্যালয়ে সাংবিধানিক আইন পড়ানোও শুরু করেন তিনি। সেখানে তিনি প্রভাষক থেকে এক সময় অধ্যাপকে উন্নীত হন। শিকাগো বিশ্ববিদ্যালয়ে তিনি ১৯৯২ থেকে ২০০৪ সাল পর্যন্ত শিক্ষকতা করেছিলেন। শিক্ষকতা শুরুর বছরই মিশেল রবিনসনকে বিয়ে করেন ওবামা। ১৯৯৮ সালে তাদের প্রথম কন্যাসন্তান মালিয়া এবং ২০০১ সালে সাশা জন্মগ্রহণ করে।

 

বারাক ওবামার রাজনৈতিক উত্থান : মূলত ওবামার রাজনৈতিক উত্থানের গল্প শুরু হয় ১৯৯৬ সালে। ওই সময় তিনি ডেমোক্র্যাট পার্টির হয়ে ইলিনয় অঙ্গরাজ্যের স্থানীয় সিনেটে একটি আসনের জন্য নির্বাচনে দাঁড়ান এবং জয়লাভ করেন। এরপর ২০০৪ সালেও জয়লাভ করেন তিনি। সিনেটর হিসেবে কাজ করার সময়ই তিনি অনেকের নজর কাড়েন। তার কথা, দৃঢ়তা, মনোবল ছড়িয়ে ছিটিয়ে থাকা হাজারো মার্কিন কৃষ্ণাঙ্গকে একত্র করতে সক্ষম হয়।

 

 

তিনি হয়ে ওঠেন আমেরিকান ড্রিম। ২০০৫ সালের এপ্রিল মাসে বিখ্যাত টাইম ম্যাগাজিন বিশ্বের সেরা ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় ওঠে আসে তার নাম। এসব কারণে দেশটির পরবর্তী প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বেছে নিতে সময় নেয়নি ডেমোক্র্যাট দল। ২০০৮ সালে মনোনয়ন পান বারাক ওবামা। হয়ে যান প্রেসিডেন্ট। পরপর দুই মেয়াদে ওবামাকেই বেছে নেয় মার্কিনিরা। ২০০৯ সালে শান্তিতে নোবেলও পেয়ে যান বারাক ওবামা।

Spread the love

Follow us

আর্কাইভ

December 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031