সিলেট ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২০
লন্ডনবাংলা ডেস্কঃঃ
ঢাকা দক্ষিণ সিটি কপোরেশনের নির্বাচনে ইশরাক হোসেনের প্রচারণায় রাজধানীর গোপীবাগে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে ব্যপক সংঘর্ষ হয়। রবিবার দুপুর ১টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। এই সময়ে দুই পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপও করা হয়। সংঘর্ষে অন্তত ৩০ জন আহত আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ওয়ারি থানার ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
সুত্রে জানা গেছে, গোপীবাগ এলাকার টিকাটুলীর মোড়ে ইশরাকের নির্বাচনী গণসংযোগের সময় কে বা কারা ইট ছুঁড়ে মারে। এরপর একটি নির্মানাধীন ভবন থেকে নির্মাণ সামগ্রী তার গণসংযোগের স্থলে ছুঁড়ে মারতে থাকে। সেখানে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
এলবিএন২৬/জ/র-০৩