সিলেট ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২০
আন্তর্জাতিক ডেস্কঃঃ
বিশ্বের প্রায় সব দেশেই করোনাভাইরাস সংক্রমিত হলেও মিয়ানমারে এতদিন কোনো রোগী ধরা পড়েনি। দেশটিতে প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত এক রোগীকে শনাক্ত করা হয়েছে। চীনের হুবেই প্রদেশ থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্বজুড়ে মহামারি চলছে।
প্রতিদিনই হু হু করে বাড়ছে করোনা আক্রান্ত দেশের সংখ্যা। সেই তালিকায় এবার যুক্ত হলো মিয়ানমার। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়, দেশটিতে প্রথমবারের মতো দুইজনের শরীরের করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এরা দুজনেই মিয়ানমারের নাগরিক।
তবে খবরে বলা হয়, করোনাভাইরাসে আক্রান্ত ওই দুই নাগরিকের মধ্যে একজন সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে মিয়ানমারে ফিরেছেন, অপরজন ব্রিটেন থেকে ফিরেছেন। করোনায় আক্রান্ত ওই দুই ব্যক্তির সংস্পর্শে যারা এসেছিল তাদের শরীরেও ভাইরাসটি বাসা বেঁধেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে মায়নমারেরর এক বিবৃতিতে বলা হয়েছে।