সিলেট ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২০
লন্ডনবাংলা ডেস্কঃঃ
চীন থেকে গত এক সাপ্তাহ থেকে বাংলাদেশে আগত ২ হাজারের বেশি যাত্রীর স্বাস্থ্য পরীক্ষায় করোনাভাইরাসের কোনো লক্ষণ পাওয়া যায়নি। আজ (২৬ জনুয়ারী) রোববার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য কল্যাণ ডেস্কের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ এ তথ্য জানিয়েছেন। গত ২০ জানুয়ারি থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে করে চীনের করোনাভাইরাস বাংলাদেশে ছড়িয়ে পড়তে না পারে। একই ব্যবস্থা নেওয়া হয়েছে চট্টগ্রামের শাহ আমানত ও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে।
ডা. শাহরিয়ার সাজ্জাদ বলেন, ‘আমরা এ পর্যন্ত ২ হাজার ৪৮ জন যাত্রী পরীক্ষা করেছি। এখনো করোনাভাইরাস আক্রান্ত কাউকে পাইনি। আমরা সতর্ক আছি। চেষ্টা করছি ভাইরাস আক্রান্ত কেউ যেন প্রবেশ করতে না পারে।’
বিশেষ করে চীন, হংকং ও ব্যাংকক থেকে আগত বিমান যাত্রীদের উপর নজরদারির মাত্রা বাড়ানো হয়েছে বলেও জানান স্বাস্থ্য কল্যাণ ডেস্কের এই চিকিৎসক। সার্বক্ষণিক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্রামক রোগ শনাক্তে তিনটি থার্মাল স্ক্যানার কাজ করছে বলেও জানা গেছে। একটি ভিআইপিদের বের হওয়ার পথে, আর দুটি সাধারণ যাত্রীদের জন্য উড়োজাহাজ থেকে ইমিগ্রেশনে যাওয়ার পথেও করোনাভাইরাসের পরিক্ষা চলছে।
এলবিএন/২৬-জা/আ/র/এফ আ