নির্বাচন কমিশন নিয়ে সরকারের একতরফা গতানুগতিক তৎপরতা : সাইফুল হক

প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২২

নির্বাচন কমিশন নিয়ে সরকারের একতরফা গতানুগতিক তৎপরতা : সাইফুল হক

লন্ডন বাংলা ডেস্কঃঃ

সময় ও সুযোগ শেষ হয়ে যাওয়ার আগেই রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করার আহ্বান জানিয়েছেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, ‘নির্বাচন কমিশন নিয়ে সরকারের একতরফা গতানুগতিক তৎপরতা সংকটের সমাধান করবে না।’

 

মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সাইফুল হক এসব কথা বলেন। বিবৃতিতে তিনি উল্লেখ করেন, সরকারের পছন্দসই সার্চ কমিটিকে আইনি চেহারা দিলেই নির্বাচন কমিশন গ্রহণযোগ্য হবে না। সাইফুল হক দাবি করেন, নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে সরকার ও সরকারি দল তাদের মূল অবস্থান পরিবর্তন করেনি, বিরোধী রাজনৈতিক দলগুলোর ন্যায্য, যৌক্তিক মতামত ও দাবি তারা বিবেচনায় নেয়নি।

 

নির্বাচন কমিশন নিয়ে সরকার যে পুরনো গতানুগতিক পথে হাঁটছে তা নির্বাচনকেন্দ্রিক সংকটের সমাধান করবে না। তিনি বলেন, রাজনৈতিক সদিচ্ছা ও সিদ্ধান্ত থাকলে সময় কোনও সমস্যা নয়। সময় ও সুযোগ শেষ হয়ে যাওয়ার আগেই সরকার ও সরকারি দলকে রাজনৈতিক উদ্যোগ নিয়ে ঐকমত্যের ভিত্তিতে আগামী নির্বাচন কমিশন গঠন, সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ, তদারকি সরকারসহ সমগ্র বিষয়ে অগ্রসর হওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।

আর্কাইভ

March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31