সিলেট ১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৫
 
                                                                          লন্ডন বাংলা ডেস্ক ::
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ভিপি নুরের আগমনে সৃষ্টি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা এয়ারপোর্টে উপস্থিত হয়ে উচ্ছ্বাস দেখালেও তা মুহূর্তেই রূপ নেয় বিশৃঙ্খলায়। আর এই পরিস্থিতির মাঝেই সাংবাদিকরা তাকে প্রশ্ন করলে তিনি তা এড়িয়ে গাড়িতে উঠে পড়েন।
গণঅধিকার পরিষদ (জিওপি)-এর সভাপতি নুরুল হক নুর (ভিপি নুর) মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় একটি ফ্লাইটে ভিপি নুর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমাবন্দরে এসে অবতরণ করেন।
গণঅধিকার পরিষদ সভাপতি এয়ারপোর্টের ভিআইপি লাউঞ্জ দিয়ে বের হতেই তার দলের নেতাকর্মীরা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেন। এসময় ভিপি নুর কোনো কথা না বলে সরাসির গাড়িতে উঠে বসেন, এমনকি সাংবাদিকরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করলেও তিনি এড়িয়ে যান। এতে সিলেটের সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করেছেন।
বেলা ২টায় বিয়ানীবাজারে গণঅধিকার পরিষদের সমাবেশ অনুষ্ঠিত হবে। সিলেটের বিয়ানীবাজারে দলীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি।
| M | T | W | T | F | S | S | 
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | |||||
| 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 
| 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 
| 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 
| 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 
 
 