এইচএসসির ফল বিপর্যয়:কলেজে টিকটক-লাইকির ভিডিও ধারণ নিষিদ্ধ ঘোষণা করে বিজ্ঞপ্তি

প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৫

এইচএসসির ফল বিপর্যয়:কলেজে টিকটক-লাইকির ভিডিও ধারণ নিষিদ্ধ ঘোষণা করে বিজ্ঞপ্তি

প্রতিনিধি / সুনামগঞ্জ ::

 

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট সরকারি কলেজে শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় রাখতে বাদাঘাট সরকারি ডিগ্রি কলেজ ক্যাম্পাসে টিকটক, লাইকি, ফেসবুক রিলস ও অনলাইন ভিডিও কনটেন্ট তৈরিতে নিষেধাজ্ঞা দিয়েছে কলেজ প্রশাসন।

 

 

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে কলেজ কর্তৃপক্ষের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

 

 

কলেজের অধ্যক্ষ জুনাব আলী স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়, কলেজ চলাকালীন ও পাঠদানের সময় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ক্যাম্পাসে মোবাইলফোন, ক্যামেরা কিংবা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস দিয়ে ভিডিও ধারণ সম্পূর্ণ নিষিদ্ধ। টিকটক বা লাইকিতে কলেজ ক্যাম্পাসের সচিত্র ভিডিওতে শিক্ষার্থীদের দেখা গেলে বা কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীর কাছে স্মার্টফোন পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

 

খোঁজ নিয়ে জানা যায়, চলতি বছর কলেজ চলাকালীন ক্যাম্পাসের ভেতরে শিক্ষার্থীদের করা কিছু টিকটক ও ফেসবুক রিলস ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। সাম্প্রতি জেলায় ও কলেজের এইচএসসি পরীক্ষার ফলাফল আশানুরূপ না হওয়ায় শিক্ষার্থীদের এসব কর্মকাণ্ড নিয়ে নানান মন্তব্য করতে দেখা গেছে স্থানীয় বাসিন্দা ও অবিভাবকদের।

 

 

বাদাঘাট সরকারি কলেজের অধ্যক্ষ জুনাব আলী বলেন, শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের ভালোর জন্যই এমন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আমরা লক্ষ্য করেছি, কিছু শিক্ষার্থী ক্লাসের সময় টিকটক, লাইকি ও রিলস তৈরিতে ব্যস্ত থাকতো। তাই কলেজের পরিবেশ রক্ষায় এখন কঠোরভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কেউ এই আদেশ অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

 

উল্লেখ্য, এ বছর বাদাঘাট সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ৪০৬ জন। এর মধ্যে ৩৯৭ জন পরীক্ষা অংশ নেন, কিন্তু পাস করেছেন ১৬৭ জন শিক্ষার্থী। আর জিপিএ-৫ পেয়েছেন মাত্র ১ জন। ফলে পাসের হার দাঁড়িয়েছে ৪২.০৭ শতাংশ।

Spread the love

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930