জাম পাড়তে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে নবীগঞ্জের অলি’র মৃত্যু!

প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, জুন ১৪, ২০২৫

জাম পাড়তে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে নবীগঞ্জের অলি’র মৃত্যু!

বুলবুল আহমেদ, নবীগঞ্জঃঃ

-হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অলি চৌধুরী (৪৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আহিদ মিয়া (৩০) নামে অপর আরেক যুবক৷ স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সিলেট এম,এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

শনিবার (১৪ জুন) বেলা ১২টার দিকে উপজেলার রাইয়াপুর গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। তিনি ওই গ্রামের মৃত রঙ্গ চৌধুরীর পুত্র অলি চৌধুরী বলে জানা গেছে। আহত যুবক কাদিপুর গ্রামের আব্দুল জব্বারের পুত্র আহিদ মিয়া।

 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রাইয়াপুর বড় বাড়ীর মসজিদের পাশে একটি বড় জাম গাছ রয়েছে। দুপুর বেলা অলি চৌধুরী ও আহিদ মিয়া ওই গাছে জাম পাড়তে ওঠেন। এ সময় অসাবধানতা মূলক গাছের ডালে জড়ানো বৈদ্যুতিক তারে স্পর্শ করে হঠাৎ দুজনেই বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে, তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে দ্রুত গাছ থেকে নামিয়ে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক অলি চৌধুরীকে মৃত ঘোষণা করেন। এবং আহত আহিদ মিয়াকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশের এস. আই কৌশিক মল্লিক হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

 

নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো: কামরুজ্জামান নিহতের সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, ওপর আহত ব্যক্তির চিকিৎসা চলছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত বিদ্যুৎ বিভাগকে সতর্ক পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন দূর্ঘটনা এড়ানো যায়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031