সিলেট ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, জুন ১৮, ২০২৫
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
ওসমানীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক যায়যায় দিনের ওসমানীনগর প্রতিনিধি হারুন রশিদকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপ্রিতিকর ও মানহানিকর মন্তব্য করায় ওসমানীনগর থানায় সাধারণ ডায়রি(জিডি) করা হয়েছে।
১৮ জুন বুধবার বিকালে ওসমানীনগর থানায় উপস্থিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে অপ্রিকতর, মানহানিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য কারায় সাধারণ ডায়রি করেছেন তিনি। জিডি নং-৮২৬।
ওসমানীনগর থানায় সাধারণ ডায়রি‘র বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান পি.পি.এম বলেন, এই বিষয়ে তদন্ত করতে চৌকশ পুলিশ অফিসারকে দ্বায়িত্ব দেয়া হয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে পুলিশ।
হারুন রশিদ বলেন, গত ২ সপ্তাহ থেকে একটি চক্র সংগঠিত হয়ে কে বা কারা সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি ও মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে। বিভিন্ন আইডি থেকে অপ্রীতিকর পোস্ট শেয়ার করে আমার এবং আমার সহকর্মীদের হেনস্থা করছে। যা মিথ্যা ও হুমকিমূলক হওয়ায় নিরাপত্তার স্বার্থে ওসমানীনগর থানা সাধারণ ডায়েরি করেছি। পরবর্তী পদক্ষেপ হিসেবে তিনি এবিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করে সাইবার ট্রাইব্যুনালেও মামলা দায়ের করা হবে।