প্রতিপক্ষের হামলার ভয়ে স্কুল শিক্ষকের থানায় অভিযোগ

প্রকাশিত: ১:২০ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২০

 প্রতিপক্ষের হামলার ভয়ে স্কুল শিক্ষকের থানায় অভিযোগ

প্রতিনিধি/ছাতকঃঃ
ছাতকে ভুমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের ভয়ে নিজাম উদ্দিন নামের এক স্কুল শিক্ষক থানায় অভিযোগ দায়ের করেছেন। প্রতিপক্ষের হামলার হুমকীতে স্কুল শিক্ষক নিজাম উদ্দিন বাদী হয়ে রোববার ৮জনের বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করেন। অভিযোগ থেকে জানা যায়, ছাতক সদর ইউনিয়নের মাছুখালি গ্রামের মৃত রজিব উল্লাহর পুত্র মল্লিকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিজাম উদ্দিনের সাথে একই গ্রামের আব্দুল ওয়াহিদের পুত্র ফজল করিমের দীর্ঘদিন ধরে ভুমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল।

 

বিষয়টি নিয়ে এলাকায় একাধিকবার সালিশ-বৈঠক হলেও নিস্পত্তি হয়নি। ২৮ মার্চ বিরোধকৃত ভুমিতে ফজল করিম পক্ষ জোরপূর্বক গৃহ নির্মাণ করতে চাইলে শিক্ষক নিজাম উদ্দিন এতে বাধা প্রদান করেন। কিন্ত বাধা-বিপত্তি উপেক্ষা করে এবং নিজাম উদ্দিনকে গালাগাল ও মারধোর করার ভয়-ভীতি প্রদর্শনসহ বিরোধকৃত ভুমিতে গৃহ নির্মাণ সম্পন্ন করে ফজল করিম পক্ষ। এ ঘটনায় শিক্ষক নিজাম উদ্দিন বাদী হয়ে ফজল করিম, মঈন উদ্দিন, ইরাজ উদ্দিন, জাহেদ আলী, ইলিয়াস আলীসহ ৮ জনের বিরুদ্ধে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

 

অভিযোগের প্রেক্ষিতে রোববার সন্ধ্যায় ছাতক থানার এসআই আরিফ ঘটনাস্থল পরিদর্শন করেন। নিজাম উদ্দিন জনান, পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার পর একই গ্রামের রহমত আলী, ছাদিকুর রহমান, হাবিবুর রহমানসহ প্রতিপক্ষের লোকজন হামলার জন্য তার বসতঘর ঘেরাও করে ফেলে। পরে খবর পেয়ে পুলিশ পুনরায় ঘটনাস্থলে পৌছে শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য সকলকে শান্ত থাকার পরামর্শ দেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31