সিলেট ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২০
জেলা প্রতিনিধিঃঃ
সুনামগঞ্জের নিয়ামতপুর গ্রামে ১০টাকা কেজির চাল কালোবাজারে বিক্রি করার অভিযোগে ওএমএস এর ডিলার বিপ্লব কুমার দাস ও মোঃ শওকত নামে দু জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা ।মঙ্গলবার সকালে জেলার সদর উপজেলার গৌরারং ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের জগন্নাথপুর এলাকায় ঘটনাটি ঘটে।
জানাযায়,জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক মোঃ আতিকুর রহমানের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের সদস্যরা গৌরারং ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের জগন্নাথপুর এলাকায় সরকারী ১০কেজি চালের বস্তা পরিবর্তন করে খোলা বাজারের বস্তায় ভরে চাল বিক্রি করার সময় ৩০বস্তা চালসহ এই দুজনকে আটক করা হয়। আটককৃতদের জেলা গোয়েন্দা পুলিশের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক মোঃ আতিকুর রহমান বলেন,১০টাকা কেজির সরকারী চালের বস্তা পরিবর্তন করে সাধারন বস্তায় চাল ভরে বিক্রি করার সময় তাদেরকে চালসহ আটক করা হয়। ১০টাকা কেজির ৩০বস্তা চালের বর্তমান বাজার মূল্য ২৫হাজার টাকা বলে জানা যায়। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।