জগন্নাথপুরে এমপি প্রার্থী এমএ কাহাকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে ৪ এমপি প্রার্থীর মিলনমেলা

প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৫

জগন্নাথপুরে এমপি প্রার্থী এমএ কাহাকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে ৪ এমপি প্রার্থীর মিলনমেলা

প্রতিনিধি / জগন্নাথপুর ::

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে বিএনপি সমর্থিত সম্ভাব্য এমপি প্রার্থী যুক্তরাজ্যের সুইন্ডন বিএনপির সাবেক সভাপতি ও জগন্নাথপুর পৌর শহরের ইসহাকপুর গ্রামের কৃতী সন্তান বিশিষ্ট সমাজসেবক ও দানবীর জননেতা এমএ কাহারকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে এক মঞ্চে ৪ এমপি প্রার্থীর উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয়। যার সাক্ষী রয়েছেন কয়েক হাজার দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ।

 

গত শনিবার জগন্নাথপুর উপজেলা আবদুস সামাদ আজাদ অডিটরিয়ামে ঐতিহাসিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, এমপি প্রার্থী যুক্তরাজ্যের সুইন্ডন বিএনপির সাবেক সভাপতি জননেতা এমএ কাহার। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপি নেতা ও এমপি প্রার্থী নাদির আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এমপি প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন ও এমপি প্রার্থী মেজর (অব.) সৈয়দ আশফাক সামী।

 

সাবেক তুখোড় ছাত্রনেতা বর্তমান বিএনপি নেতা আবিবুল বারী আয়হানের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা বর্তমান বিএনপি নেতা এমএ কয়েছ এর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, শান্তিগঞ্জ বিএনপি নেতা ছালিব নুর বাচ্চু, ফরিদ আহমদ, জগন্নাথপুর বিএনপি নেতা আবদুল ওয়াহাব, গোলজার আহমদ, সাবেক পৌর কাউন্সিলর কামাল হোসেন, শামীনুর রহমান, তাজুল জিম্মাদার, রুহেল আহমদ রাজা, সুহেল হোসাইন প্রমূখ। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ রাশেদ আহমদ। এছাড়া অনুষ্ঠিানে আরো বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

এতে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে লোকে লোকারণ্য হয়ে উঠে অডিটরিয়াম সহ আশপাশ এলাকা। সভায় এমপি প্রার্থী এমএ কাহার, নাদির আহমদ, ব্যারিষ্টার আনোয়ার হোসেন ও মেজর (অব.) সৈয়দ আশফাক সামীসহ ৪ জন এমপি প্রার্থী এক মঞ্চে উপস্থিত হয়ে সবাইকে চমকে দিয়েছেন। সংবর্ধিত অতিথি এমএ কাহার সহ একসঙ্গে ৪ প্রার্থী উপস্থিত জনতাকে আশ্বস্থ করে বলেন, বিএনপির দলীয় হাই কমান্ড আমরা ৪ জনের মধ্যে যাকেই দলীয় ভাবে মনোনয়ন দিবেন, আমরা তার পক্ষে সবাই মিলে বিজয় নিশ্চিতের লক্ষ্যে কাজ করবো ইনশাল্লাহ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930