হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে হামলা, ভাংচুর

প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২৫

হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে হামলা, ভাংচুর

লন্ডন বাংলা ডেস্ক ::

হবিগঞ্জের মাধবপুরে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের নির্বাচনী প্রচারণায় যুক্ত জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং হবিগঞ্জ জেলা জামায়াতের আমীর কাজী মাওলানা মুখলিছুর রহমানের ব্যক্তিগত গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৮টায় উপজেলার বহরা ইউনিয়নের রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

 

জানা যায়, কাজী মাওলানা মুখলিছুর রহমান বহরা ইউনিয়নের ০৯নং ওয়ার্ড রাজাপুর গ্রামে জামায়াত আয়োজিত একটি উঠান বৈঠকে যোগ দিতে সেখানে যান। ওই সময় তার পার্কিং করা ব্যক্তিগত গাড়িতে একদল অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত হামলা চালায়। হামলায় গাড়ির বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।

 

 

এ বিষয়ে জেলা জামায়াতের যুুগ্ম সম্পাদক নজরুল ইসলাম বলেন, এই হামলার ঘটনাটিকে জামায়াত নেতারা একটি পরিকল্পিত ও কাপুরুষোচিত আক্রমণ হিসেবে আখ্যায়িত করেছেন। শান্তিপূর্ণ নির্বাচনী প্রচারণায় বাধা সৃষ্টি এবং  প্রার্থী ও তার কর্মীদের মধ্যে ভয়ভীতি সঞ্চারের উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে।

 

 

হবিগঞ্জ জেলা জামায়াতের পক্ষ থেকে এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। এক বিবৃতিতে দলের পক্ষ থেকে বলা হয়েছে, গণতন্ত্রের মৌলিক অধিকার ও নির্বাচনী আচারবিধি লঙ্ঘন করে যে দুষ্কৃতিকারীরা এই ঘৃণ্য কাজটি করেছে, আমরা তাদের দ্রæত সনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। তারা বিবৃতিতে আরও বলেন, আমরা স্পষ্ট জানাতে চাই, এই ধরনের হামলা চালিয়ে জনগণের সমর্থন এবং নির্বাচনী কার্যক্রম থেকে আমাদের বিরত রাখা যাবে না।

 

 

কাজী মাওলানা মুখলিছুর রহমান বলেন, জনগণের সমর্থন দেখে একটি মহল ভীত হয়ে এখন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। দ্রুত হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া উচিত নয়। এদিকে, হামলার খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

 

মাধবপুর থানার (ওসি) মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Spread the love

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930