সিলেট ১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২৫
 
                                                                          লন্ডন বাংলা ডেস্ক ::
নবীগঞ্জে থেকে উদ্ধার হওয়া একটি পাখি অবমুক্ত করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর) সকালে হবিগঞ্জ বন্যপ্রাণী রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন নবীগঞ্জ রইসগঞ্জ বাজার থেকে পানকৌরি পাখিটি উদ্ধার করে উপজেলা প্রাঙ্গণে অবমুক্ত করা হয়।
পাখি শিকারী হলেন নবীগঞ্জ উপজেলার আলীপুর গ্রামের মনর উদ্দিনের ছেলে ফারুক মিয়া (৪০)।
পাখিটি অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কমকর্তা অফিসার রুহুল আমিন। এসময় বন্য প্রাণী রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেনসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। পরে অবৈধভাবে পাখি শিকার ও বিক্রয়ের অপরাধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর ৩৮(২) ধারার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে পাখি শিকারী ফারুক মিয়াকে ২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
বন্য প্রাণী হবিগঞ্জ রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন বলেন, ‘উদ্ধার হওয়া পানকৌরি পাখি নবীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবমুক্ত করা হয়েছে।’
| M | T | W | T | F | S | S | 
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | |||||
| 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 
| 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 
| 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 
| 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 
 
 