সিলেট ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২৫
লন্ডন বাংলা ডেস্ক ::
মৌলভীবাজারের শ্রীমঙ্গল জামে মসজিদের সহকারী মুয়াজ্জিন (খাদিম) আব্দুল লতিফকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, উপজেলা বিএনপির সহসভাপতি মো. জয়নাল চৌধুরীর বিরুদ্ধে।
সোমবার (২০ অক্টোবর) জোহরের নামাজের পরে জামে মসজিদের এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার যোহরের নামাজের পর সহকারী মুয়াজ্জিন আব্দুল লতিফ মসজিদের দরজা লাগাচ্ছিলেন। এ সময় মসজিদের ভিতরে উপস্থিত বিএনপি নেতা জয়নাল চৌধুরী দরজা লাগানোর শব্দে ক্ষিপ্ত হয়ে বলেন, “শব্দ হলো কেন?” বলেই তিনি মুয়াজ্জিনের ওপর চড়াও হন।
অভিযোগ রয়েছে, তিনি কোনো কথা না শুনেই মুয়াজ্জিন আব্দুল লতিফকে ধমক ও চড়থাপ্পর মারেন।
ঘটনার পর খবর পেয়ে মুসল্লিদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এশার নামাজের পর উপস্থিত মুসল্লিরা প্রতিবাদ জানালে উত্তেজনা দেখা দেয়। পরে সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্য পরিষদ ও স্থানীয় মুসল্লিদের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ শেষে প্রতিবাদকারীরা অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এদিকে মুসল্লিরা প্রশাসন ও মসজিদ কমিটি কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নিয়ে মসজিদের পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন।
মুয়াজ্জিন আব্দুল লতিফ বলেন, আমি প্রতিদিনের মতো নামাজ শেষে দরজা লাগাচ্ছিলাম। হঠাৎ করে জয়নাল সাহেব এসে রেগে গিয়ে আমাকে ধমক দেন। আমি কিছু বলার আগেই তিনি আমার গায়ে হাত তোলেন। আমি ১৫ বছর ধরে এই মসজিদে সেবা করছি, কখনো এমন আচরণ পাইনি। আমি আল্লাহর ঘরে অপমানিত হয়েছি— এটা খুব কষ্টের।
এদিকে অভিযুক্ত বিএনপি নেতা জয়নাল আবেদন তাঁর ফেসবুকে রাত ১২টায় এক স্ট্যাটাসে বলেছেন, “আমি মো. জয়নাল চৌধুরী। শ্রীমঙ্গল থানা জামে মসজিদের নিয়মিত মুসল্লী। বাদ যোহরের সময় বিশেষ কারণে জামাতের সাথে নামাজ পড়তে পারি নাই, তাই জামাতের পরে নামাজ আদায় করতে গিয়ে জামে মজিদের খাদেম আব্দুল লতিফ ভাইর সাথে গেইট লাগানো নিয়ে গেইটের বিকট শব্দ হওয়ায় আমি নামাজ ভেঙ্গে। উনার সাথে কথা কাটাকাটি সময় অনাকাঙিক্ষতভাবে একটি ঘটনা ঘটে। এই জন্য আমি লতিফ ভাইসহ সকল মুসল্লীগণ সবার কাছে দু:খ প্রকাশ করছি।”
এবিষয়ে শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম জানান, ঘটনাটি মসজিদের ভেতরে এবং সেখানে কমিটির নেতৃবৃন্দরা আজ (২১ অক্টোবর মঙ্গলবার) নিষ্পত্তি করে দিবেন আশ্বস্ত করেছেন। তবে অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।