সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে বাস খাদে পড়ে মা-মেয়ে নিহত

প্রকাশিত: ১:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৫

সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে বাস খাদে পড়ে মা-মেয়ে নিহত

প্রতিনিধি / সুনামগঞ্জ ::

 

সুনামগঞ্জের পর্যটনস্পট টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মা-মেয়ে নিহত হয়েছেন। নিহতরা হলেন, চাঁদপুর জেলার দোয়ালিয়া গ্রামের আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী মনজুরা আক্তার (৩৭) ও তাঁর মেয়ে আয়েশা সিদ্দিকা (১০)।

 

 

আজ শুক্রবার ভোর সাড়ে ৫ টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার সংলগ্ন ইনাতনগর রাস্তার প্রবেশ মুখে এই দুর্ঘটনার ঘটনা ঘটে।

 

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরার উদ্দেশ্যে ঢাকা থেকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের ১১ জন উচ্চপদস্ত কর্মকর্তা স্বপরিবারে দুরপাল্লার বাস সেঁজুতি ট্রাভেলসযোগে (১৫-৬০৮২) রওনা দেন। বাসটি শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ইনাতনগর গ্রামের রাস্তার প্রবেশ মূখে পৌঁছালে নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এসময় বাস চাপায় ঘটনাস্থলেই মনজুরা আক্তার ও তাঁর মেয়ে আয়েশা সিদ্দিকা।

 

 

এ ঘটনায় বাসে থাকা অন্তত ১০ যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখানে প্রাথমিক চিকিৎসা নেন আহতরা।

 

 

খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নিহতদের উদ্ধার করে। ঘটনাস্থলে পৌঁছায় শান্তিগঞ্জ থানা পুলিশ ও জয়কলস হাইওয়ে থানা পুলিশের একটি টিম।

 

 

জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাস খাদে পড়া অবস্থায় পেয়েছি। বাসের নিচে চাপা পড়া নিহতদের ফায়ার সার্ভিস টিম উদ্ধার করেছে।

Spread the love

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930