জগন্নাথপুরে জলবায়ু মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারাভিযান

প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৫

জগন্নাথপুরে জলবায়ু মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারাভিযান

প্রতিনিধি / জগন্নাথপুর ::

সুনামগঞ্জের জগন্নাথপুরে জলবায়ু মোকাবেলায় দিনব্যাপী প্রচারাভিযান কর্মসূচি পালন করা হয়েছে। “জলবায়ু সহনশীল মাছ চাষে, জীবন জীবিকায় সমৃদ্ধি আসে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমনে মৎস্যচাষী ও মৎস্যজীবি সম্প্রদায়ের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারাভিযান উপলক্ষ্যে আলোচনাসভা, প্রচার র‌্যালি, শিক্ষার্থীদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

সম্প্রতি-জগন্নাথপুর উপজেলা মৎস্য অধিদপ্তর ও বাংলাদেশ এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার উদ্যোগে আবদুস সামাদ আজাদ অডিটরিয়ামে দিনব্যাপী এ প্রচারাভিযান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

 

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা ড.আল মিনা নুর। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বরকত উল্লাহ এর সভাপতিত্বে ও ফিল এফএও ড.শফি উল্লার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মৎস্য উপ-পরিচালক আসাদুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.খালেদ সাইফুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা কাওছার আহমেদ। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, তাজ উদ্দিন আহমদ, মো.শাহজাহান মিয়া, রিয়াজ রহমান, শাহ ফুজায়েল আহমদ প্রমূখ।

 

 

এ সময় উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা মৎস্যজীবি নারী-পুরুষ জনতা সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Spread the love

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930