বিকেএ মেধাবৃত্তি পেল জগন্নাথপুরের তিন শিক্ষার্থী

প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৫

বিকেএ মেধাবৃত্তি পেল জগন্নাথপুরের তিন শিক্ষার্থী

প্রতিনিধি / জগন্নাথপুর ::

বাংলাদেশ কিন্ডার গার্ডেন এসোসিয়েশন (বিকেএ) কর্তৃক আয়োজিত মেধাবৃত্তি ২০২৪ এর ফলাফল প্রকাশ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সম্প্রতি-বিকেএ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি প্রভাষক মিসলুর রহমান এর সভাপতিত্বে জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ মডেল কিন্ডার গার্ডেন স্কুলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবিব।

 

 

বিকেএ এর তথ্য অনুযায়ী সারাদেশে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় ২ লাখ শিক্ষার্থী মেধাবৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে। এর মধ্যে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া বাজারে অবস্থিত একমাত্র ইংলিশ মিডিয়াম স্কুল এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমির ৬ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে ৩ জন কৃতীত্বের সাথে মেধাবৃত্তি লাভ করে। মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষর্থীরা হলেন, আরিয়ান হোসেন, শরিফা জান্নাত হুমায়রা ও আরাফাত রহমান।

 

 

এ ব্যাপারে এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমির প্রিন্সিপাল মু. জামাল হুসাইন বলেন, সদ্য প্রতিষ্ঠত আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটি আর্ন্তজাতিক মান বজায় রেখে শিশুদের পাঠদান দিতে বদ্ধ পরিকর। শিক্ষার্থীরা তাদের মেধা ও যোগ্যতা দিয়ে সারাদেশের ২ লাখ প্রতিযোগি শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতা করে মেধাবৃত্তি অর্জন করে প্রথম বারেই চমকে দিয়েছে।

 

 

আমরা এ কৃতীত্বের ধারাবাহিকতা বজায় রেখে আগামীতেও এগিয়ে যেতে চাই। এ জন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি। আমি শিক্ষক ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং বিকেএ এর সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি।

Spread the love

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930