সিলেট ১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৫
 
                                                                          প্রতিনিধি / বালাগঞ্জ ::
সেচ্ছাসেবী সংগঠন রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউ কে’ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। হতদরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষদের সেবায় ওসমানী নগর ও বালাগঞ্জের সিমান্ত এলাকা মুক্তারপুর গ্রামের পাশে একই বাউন্ডারির মধ্যে প্রায় ১২০ শতক জমিতে ১২ কোটি টাকা সম্ভাব্য ব্যায়ে আত্ব তাকওয়া নামে প্রকল্প গ্রহন করা হয়েছে।
প্রকল্পে প্রতিস্টিত হচ্ছে মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্র,এতিমখানা, হাফিজিয়া মাদ্রাসা ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। ইতিমধ্যে রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউ কে’ প্রতিস্টাতা ও প্রকল্প চেয়ারম্যান ভূমিদাতা, মো. আলী আহমদ নেছাওর’র উদ্যােগে প্রকল্প এলাকায় মাটি ভরাট কাজ সম্পন্ন হয়েছে, বিদ্যুৎ লাইন স্থাপন এবং বাউন্ডারী ওয়াল, ভবন নির্মাণসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
উক্ত প্রকল্প এলাকায় স্থানীয় সেচ্ছাসেবী সংগঠন গহরপুর ব্লাড ফাইটার্স’র উদ্যােগে বৃক্ষ রোপন কর্মসূচি গ্রহন করা হয়।
শনিবার ( ২৫ অক্টোবর) বিকেলে বৃক্ষরোপণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন “রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে’র” প্রতিষ্ঠাতা সদস্য, গহরপুর এসোসিয়েশন ইউকে’র সিনিয়র সহ-সভাপতি,যুক্তরাজ্য কমিউনিটি নেতা ইকরাম আহমদ ইলিয়াস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ ফ ম শামীম, দেওয়ান আব্দুর রহিম দ্বিপাক্ষিক হাইস্কুল এণ্ড কলেজের প্রধান শিক্ষক খলিলুর রহমান, গহরপুর ব্লাড ফাইটার্স’র সভাপতি কামরান আহমদ, সাধারণ সম্পাদক মুহিত আল মেরাজ প্রমুখ।
বক্তারা বলেন মা ও শিশু স্বাস্থ্যসেবা সহ স্বাভাবিক জীবনযাপনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত মানুষের কল্যাণ ও দক্ষ জনশক্তি বৃদ্ধিতে রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউ কে’র আত্ব তাকওয়া প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। বহুমুখী এই প্রকল্পে সকল মহলের সার্বিক সহযোগীতা প্রয়োজন।
| M | T | W | T | F | S | S | 
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | |||||
| 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 
| 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 
| 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 
| 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 
 
 