দোয়ারাবাজারে ইসকন নিষিদ্ধের দাবিতে তাওহিদী জনতার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত: ১:১১ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৫

দোয়ারাবাজারে ইসকন নিষিদ্ধের দাবিতে তাওহিদী জনতার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

প্রতিনিধি / সুনামগঞ্জ ::

 

দেশে চলমান ধর্ষণকাণ্ডে প্রশাসনের উদাসীনতা, ধর্ষকদের দ্রুত বিচার এবং উগ্রবাদী জঙ্গি সংগঠন ইসকনের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে সুনামগঞ্জের দোয়ারাবাজারে তাওহিদী জনতার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

 

 

শনিবার (২৫ অক্টোবর) বাদ আসর দোয়ারাবাজারের টেংরাবাজার এলাকায় সর্বস্তরের তাওহিদী জনতার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে বিভিন্ন ছাত্র, যুব ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। এ সময় বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন মুফতি মতিউর রহমান মাহদি।

 

 

 

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন টেংরাটিলা মারকাজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা বদিউজ্জামান মুরাদ, মাওলানা রফিকুল ইসলাম।

 

 

 

এছাড়াও উপস্থিত ছিলেন ক্বারী খলিলুর রহমান মিশকাত, হাফেজ মাওলানা হাফিজ ইদ্দিন, মাওলানা রেজাউল করিম, মাওলানা সাদিকুর রহমান, মাওলানা সোহাইল আহমদ, হাফেজ নিজাম উদ্দিন, মুফতি মুহিবুর রহমান, মাওলানা আজিজুল হক, মাওলানা আমির হোসেন, টেংরাটিলা বাজার কমিটির সভাপতি মুসকুত আলী, ব্যবসায়ী সালমান হোসেন, কাওসার উদ্দিন, আনোয়ার হোসেনসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

 

 

বক্তারা বলেন, দেশে ধারাবাহিকভাবে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় প্রশাসনের উদাসীনতা জাতিকে গভীরভাবে হতাশ করেছে। অপরাধীদের দ্রুত বিচার না হওয়ায় সমাজে ন্যায়বিচারের প্রতি মানুষের আস্থা নষ্ট হচ্ছে। তারা আরও বলেন, তথাকথিত ধর্মীয় সংগঠন ইসকন দেশের বিভিন্ন স্থানে উসকানিমূলক ও বিভেদ সৃষ্টিকারী কর্মকাণ্ড পরিচালনা করছে, যা সমাজে অশান্তি সৃষ্টি করছে। বক্তারা অবিলম্বে এই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানান এবং তাদের কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

 

 

 

বক্তারা তাওহিদী জনতার পক্ষ থেকে প্রশাসনকে সতর্ক করে বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকল প্রকার উগ্রবাদ, ধর্মীয় বিদ্বেষ ও অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় দেশব্যাপী আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

Spread the love

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930