ধর্মপাশায় সড়ক জনপদের ১০ কিলোমিটার রাস্তার বেহাল দশায় জনগণের ভোগান্তি ১৩ কোটি টাকা অনুমোদন

প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৫

ধর্মপাশায় সড়ক জনপদের ১০ কিলোমিটার রাস্তার বেহাল দশায় জনগণের ভোগান্তি ১৩ কোটি টাকা অনুমোদন

প্রতিনিধি / সুনামগঞ্জ ::

 

সুনামগঞ্জের ধর্মপাশার কংস ব্রীজের সামনে হইতে মধ্যনগর ব্রীজ পর্যন্ত ২০ কিলোমিটার সড়কের মধ্যে ধর্মপাশা হইতে গাছতলা বাজার পর্যন্ত সড়ক জনপদের আওতায় ১০ কিলোমিটার রাস্তার বেহাল দশায় জান চলাচলের অন উপযোগী হয়ে পড়ায় জনগণের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। এই রাস্তাটির জন্য ১৩ কোটি টাকার বরাদ্দ দেওয়া হয়েছে। টেন্ডারের মাধ্যমে টিকাদার নিয়োগ হলে দ্রুত কাজ শুরু হবে।

 

 

 

এই সড়ক দিয়ে ঢাকা ও দেশের বিভিন্ন জায়াগা থেকে এই এলাকার একমাত্র বিনোদনের জায়গা টাঙ্গুয়ার হাওর, শিমুল বাগানে প্রতিদিন শত-শত বাস মাইক্রোবাস মোটর সাইকেল নিয়ে পর্যটকরা বেড়াতে আসে। এই সড়কে সৃষ্টি হয়েছে শত শত গর্ত ও সাইডে ভেঙ্গে গেছে, একটু বৃষ্টি হলেই পানি জমে থাকে ফলে প্রতি নিয়তো ঘটছে  দূর ঘটনা। এই রাস্তাটি সুনামগঞ্জ জেলায় হলেও, এটি নেত্রকোনা সড়ক জনপদের আওতায় হওয়ায় গুরুত্ব কম দেয় প্রশাসন।

 

 

 

এই সড়ক দিয়ে ধর্মপাশা, মধ্যনগর, তাহেরপুর ও জামালগঞ্জের লক্ষ লক্ষ মানুষ মোহনগঞ্জ হয়ে ট্রেনে ও বাসে রাজধানী ঢাকাসহ সারা দেশে যাতায়েত করে। তাই এলাকা বাসীর দাবি জন স্বার্থে দ্রুত মেরামত করে জান চলাচলে উপযোগী করে তোলার আহবান । 

 

 

 

বাদশাগঞ্জ বাজারের ব্যবসায়ী আলি আমজাদ ভুলু বলেন, এই সড়কের মনাই নদীর উপর সেলবরষ ইউনিয়ন পরিষদ সংলগ্ন বেইলি সেতুটি ১৯৯৬ সালে নির্মিত হয়। মাইক্রবাস, মটর সাইকেল, বাস, মাহেন্দ্রগাড়ি ও হ্যান্ডটলিসহ বিভিন্ন ভারি যানবাহন চলাচলের কারণে সেতুটি বর্তমানে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এবং পাটাতনে বিভিন্ন স্থানে জোড়াতালি দিয়ে চলছে। যেকোনো সময় ধসে পড়ে মারাত্বক প্রাণ হানির ঘটনা ঘটতে পারে।

 

 

 

পাইকুরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন ইকবাল বলেন, ধর্মপাশা ও মধ্যনগর এই দুইটি উপজেলার মধ্যে একটি সাব-রেজিস্টার অফিস বাদশাগঞ্জ বাজারে। জমি দলিল করার জন্য দুই উপজেলার মানুষ এখানে আসে। রাস্তা খারাপ হওয়ায় প্রতিদিন গাড়ি উল্টে দূর ঘটনা ঘটে। তাই জরুরি রাস্তাটি মেরামত করা প্রয়োজন।

 

 

 

ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জনি রায় বলেন, এই সড়কটি নেত্রকোনা সড়ক জনপদের আওতায় হওয়ায়, তাদের সাথে যোগাযোগ করেছি, তারা বলছে মন্ত্রনালয়ে প্রস্তাবনা পাটিয়েছি, অনুমোদন হলে পুরো কাজ হবে। এখন জনগন ও জান চলাচল করার জন্য কিছু মেরামত করে দেওয়া হবে।

 

 

 

এই ব্যাপারে নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকোশলী মাহমুদ আলনুর সালেহীন বলেন, ধর্মপাশা থেকে গাছতলা পর্যন্ত ১০ কিলোমিটার সড়কটি সংস্কারের জন্য ১৩ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে। আগামী কিছু দিনের মধ্যে টেন্ডার হবে, টিকাদার নিয়োগ হলে দ্রুত সড়কের কাজ সম্পন্ন করা হবে।

 

 

 

এছাড়া বিভাগীয় মেরামতের অংশ হিসেবে সড়কের খানাখন্দ দ্রুত মেরামত করার পরিকল্পনা রয়েছে, অন্যদিকে বাদশাগঞ্জ বাজারের নিকট মনাই নদীর উপর ঝুঁকিপূর্ণ বেইলি সেতুটির কংক্রিটের সেতুর নকশা তৈরির জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। নকশা তৈরি হলে প্রকল্প প্রস্তাব পাঠানো হবে। এরপর প্রকল্প অনুমোদন হলে সেতুর কাজের দরপত্রের মাধ্যমে টিকাদার নিয়োগ করে সেতু নির্মান করা হবে। আপাদত জান চলাচলের জন্য দ্রুত রিপিয়ারিং করে দেওয়া জন্য আজি লোক পাঠাব ।

Spread the love

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930