সুনামগঞ্জে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার করেছে র‍্যাব-৯

প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৫

সুনামগঞ্জে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার করেছে র‍্যাব-৯

প্রতিনিধি / সুনামগঞ্জ ::

 

সুনামগঞ্জে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি মহিন উদ্দিনকে মাত্র ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

 

 

শনিবার (২৫ অক্টোবর) ভোররাতে সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 

 

র‍্যাব জানায়, ভিকটিম সুনামগঞ্জ সদর উপজেলার ভৈষারপাড় এলাকার বাসিন্দা। স্কুলে যাওয়া-আসার সময় আসামি মহিন উদ্দিন তাকে প্রায়ই কুপ্রস্তাব দিত। গত ১৬ অক্টোবর রাতে ভিকটিম ঘর থেকে বের হলে মহিন উদ্দিন ও তার সহযোগী জোরপূর্বক মোটরসাইকেলে তুলে জাহাঙ্গীরনগর এলাকায় নিয়ে যায় এবং সেখানে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করে।

 

 

ঘটনার পর ১৮ অক্টোবর রাতে ভিকটিমকে বাদেরটেক এলাকায় ফেলে রেখে যায় তারা। পরে ভিকটিম নিজে বাদী হয়ে মামলা নং-২৪, তাং-২২/১০/২৫ খ্রি., জিআর ৩০৩/২০২৫, ধারা ৭/৯(১)/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর অধীনে মামলা দায়ের করেন।

 

গ্রেফতারকৃত আসামিকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ। র‍্যাব জানায়, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Spread the love

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930