সিলেট ১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৫
 
                                                                          প্রতিনিধি / জগন্নাথপুর ::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পল্লীতে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে, জগন্নাথপুর উপজেলার উলুকান্দি গ্রামে। এ নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে।
২৫ অক্টোবর শনিবার সরেজমিনে উলুকান্দি গ্রামের জামাল মিয়া জানান, গত শুক্রবার সকালে আমার বাড়ির আঙ্গিনায় লাগানো কুমড়া গাছ উপরে ফেলে দেয় একই গ্রামের সাবেক ইউপি সদস্য ফারুক মিয়া সহ তাদের লোকজন। এতে বাধা দেয়া নিয়ে হামলা হয়। হামলায় আমার বাড়িঘর ভাংচুর ও টাকা, স্বর্ণ লুটের ঘটনা ঘটে।
এ বিষয়ে সাবেক ইউপি সদস্য ফারুক মিয়া উল্টো অভিযোগ করে বলেন, তাদের বাড়ির পাশে আমার জায়গায় তারা গাছ লাগিয়ে জায়গা আত্মসাত করার চেষ্টা করে। তাই গাছ উপরে ফেলা নিয়ে কথা কাটাকাটি হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তারাই তাদের বাড়ি ভাংচুর করে আমাদের ফাসাতে চাইছে।
গ্রামের শালিসি ব্যক্তি মাওলানা দবিরুল ইসলাম বলেন, গাছ উপরে ফেলা নিয়ে কথা কাটাকাটির সময় জামাল মিয়ার লোকজন ফারুক মেম্বারের লোকজনের উপরে মরিচ পানি ঢেলে দিয়েছে। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আমার জানামতে জামাল মিয়ার পরিবারের মানুষ গ্রামের কোন মানুষের কথা শুনেনা। তারা গ্রামবাসীকে উপেক্ষা করে চলে। ফলে গ্রামের মানুষ তাদের উপর নারাজ।
| M | T | W | T | F | S | S | 
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | |||||
| 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 
| 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 
| 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 
| 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 
 
 