সিলেট ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৫
প্রতিনিধি / মৌলভীবাজার ::
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) বিকালে শ্রীমঙ্গল শহরে বর্ণাঢ্য র্যালি শেষে শহরের একটি রেস্টুরেন্টে কেক কাটাও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন(জীবন)। গণঅধিকার পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ও শ্রীমঙ্গল কমলগঞ্জের এমপি পদপ্রার্থী হারুনুর রশিদ হারুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন,হবিগঞ্জ যুব অধিকার পরিষদের সভাপতি আরিফ হোসেন,মৌলভীবাজার জেলা যুব অধিকার পরিষদের সহ সভাপতি নাহিদা খানম,যুব অধিকার পরিষদের সভাপতি আরিফ হোসেন,ছাত্র অধিকার পরিষদ মৌলভীবাজার জেলা শাখার নেতা নূর হোসেন ও রায়হান আহমেদ,ডা. শেখ আনোয়ার হোসেন, এবং পৌর ছাত্রদলের অন্যতম নেতা জাহেদ আলী।
এসময় উপস্থিত ছিলেন,মৌলভীবাজার জেলা গণঅধিকার পরিষদের যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আমির আলী, শ্রীমঙ্গল উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি আরিফুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের নেতা জুবায়ের আহমেদসহ প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা গণঅধিকার পরিষদের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।