মধ্যনগরে ভিকটিম জানেন না তারপক্ষে মামলা, যারা আসামি হয়েছে তাদেরকে দেখেনি আঘাত করতে

প্রকাশিত: ১:১৬ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৫

মধ্যনগরে ভিকটিম জানেন না তারপক্ষে মামলা, যারা আসামি হয়েছে তাদেরকে দেখেনি আঘাত করতে

প্রতিনিধি / সুনামগঞ্জ ::

 

সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের গোরাডোবা জলমহালে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলাকে ঘিরে এলাকায় চলছে নানা আলোচনা- সমালোচনা।

 

 

 

মামলার বাদী জলমহালের দায়িত্বপ্রাপ্ত রক্ষণাবেক্ষণকারী মো. মোছাব্বির তালুকদার (৪১)। মারামারিতে যিনি গুরুতর আহত হয়েছেন তিনি জানেননা তার পক্ষ হয়ে মামলা হয়েছে, যাদেরকে আসামি করা হয়েছে তাদেরকে তিনি ঘটনার সময় দেখেনি। মোট ১৪ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়েছে তারা অনেকেই বিএনপি রাজনিতির সাথে জরিত । তবে সংঘর্ষে আহত মো. নুরুজ্জামান (৩২) জানিয়েছেন, মামলার অধিকাংশ আসামিকেই তিনি চেনেন না, তাদেরকে ঘটনার সময় দেখেনি, তারা কিভাবে আসামি হলো তার জানা নেই।

 

 

 

মামলায় এজাহারে আসামি করা হয়েছে মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের করুয়াজান গ্রামের আকাশ মিয়া (৩০), জাহাঙ্গীর (৩৬), মো. ইদ্রিস মিয়া (৪০), পরেশ তালুকদার (৪২), রইছ মিয়া (৪৫), পফুল্ল তালুকদার (৫৫), শহীদনুর (৩০), চানু সরকার (৩৮), মোশাররফ হোসেন (৩৪), আব্দুল হালিম এবং পার্শ্ববর্তী নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বড়কাফন ইউনিয়নের বড়কাফন গ্রামের আজিম (৩০) ও বিরু দাস (৩২)-সহ আরও কয়েকজনকে।

 

 

 

মধ্যনগর থানায় দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর গভীর রাতে আসামিরা চারটি ইঞ্জিনচালিত নৌকা নিয়ে গোরাডোবা জলমহালে প্রবেশ করে জাল ফেলে মাছ ধরতে যান।

 

 

 

এসময় ইজারাদারের লোকজন বাধা দিলে তাঁদের ওপর হামলা চালানো হয়। এতে কয়েকজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত নুরুজ্জামান বলেন, ‘গভীর রাতের অন্ধকারে কারা আমার ওপর হামলা করেছে, আমি কাউকে চিনতে পারিনি। তাই আমি কোনো মামলা করিনি।

 

 

 

ইজারাদারের লোকজন যাদের আসামি করেছে, তাদের সম্পর্কেও আমি কিছু জানি না। তাছাড়া আমি ইজারাদার লোকজন এর সাথে নৌকায় গোড়তে গিয়েছিলাম, তখন ইজারাদার ও জেলেদের মাছ মারা নিয়ে মারামারির ঘটনা ঘটে, আমি সাথে থাকায় আহত হয়েছি।

 

 

 

মামলার বাদি মোঃ মোছাব্বির তালুকদার বলেন, নুরুজ্জামান আমার সাথে ছিল সে আঘাত প্রাপ্ত হয়েছে, আমি মামলা করেছি আইনে যা হবার হবে। মধ্যনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিবুর রহমান বলেন, ‘ঘটনার বিষয়ে একটি মামলা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। যারা প্রকৃত দূষি তাদেরকে আইনের আওতায় আনা হবে।

Spread the love

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930