হবিগঞ্জে প্রতিদিন মিলবে আরও ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

প্রকাশিত: ১:৪০ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৫

হবিগঞ্জে প্রতিদিন মিলবে আরও ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

লন্ডন বাংলা ডেস্ক ::

 

দেশের গ্যাস উৎপাদনে নতুন দিগন্ত উন্মোচন হতে যাচ্ছে। হবিগঞ্জ গ্যাস ফিল্ডের ৫ নম্বর কূপে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) পরিচালিত ওয়ার্কওভার কার্যক্রম শুরু হয়েছে। গত শুক্রবার (২৪ অক্টোবর) পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) এস. এম. মাহবুব আলম উদ্বোধন করেন এই কার্যক্রম।

 

 

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে বিজিএফসিএলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানা যায়, ‘তিতাস, হবিগঞ্জ, বাখরাবাদ ও মেঘনা গ্যাস ফিল্ডের ৭টি কূপের ওয়ার্কওভার’ প্রকল্পের আওতায় এই কাজ হচ্ছে। সফলভাবে কাজ শেষ হলে, ৫ নম্বর কূপ থেকে বর্তমানে উৎপাদিত ১০৫ মিলিয়ন ঘনফুটের উপর দৈনিক আরও ১০ থেকে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে। এটি দেশের শিল্প ও গৃহস্থালির জন্য আরও নিরাপদ ও স্থায়ী গ্যাস সরবরাহ নিশ্চিত করবে।

 

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফারুক হোসেন, পেট্রোবাংলার মহাব্যবস্থাপক (আরডিএম) এবং বিজিএফসিএল ও বাপেক্সের বিভিন্ন বিভাগের শীর্ষ কর্মকর্তা। তারা উল্লেখ করেন, ‘এই ওয়ার্কওভারের ফলে কূপের জীবনকাল বৃদ্ধি পাবে এবং উৎপাদন আরও স্থিতিশীল হবে।’

 

 

হবিগঞ্জ গ্যাস ফিল্ডের ৫ নম্বর কূপটি ১৯৮৮ সালে ৩৫২১ মিটার গভীরতায় খনন করা হয় এবং ১৯৯২ সালের ফেব্রুয়ারি থেকে এর গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়। এখন, ওয়ার্কওভার শেষে এটি নতুন উৎপাদন যোগ করে দেশের গ্যাস সংক্রান্ত চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

 

বিজিএফসিএল আশা করছে, ডিসেম্বরের মধ্যে কাজ সম্পন্ন হবে এবং দেশের গ্যাস সরবরাহ আরও মজবুত হবে। এটি দেশীয় শিল্পের জন্য জ্বালানির নিরাপদ উৎস নিশ্চিত করবে এবং গৃহস্থালির জন্যও সুবিধা বৃদ্ধি করবে।

 

 

উল্লেখ্য, হবিগঞ্জ গ্যাস ফিল্ডের উৎপাদনে থাকা ৭টি কূপ থেকে বর্তমানে প্রতিদিন গড়ে ১০৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। ৫ নম্বর কূপটি ১৯৮৮ সালে ৩ হাজার ৫২১ মিটার গভীরতায় খনন করা হয় এবং ১৯৯২ সালের ফেব্রুয়ারি থেকে এর গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়।

Spread the love

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930