সিলেটে ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হারিকেন নিয়ে অবস্থান কর্মসূচী

প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৫

সিলেটে ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হারিকেন নিয়ে অবস্থান কর্মসূচী

লন্ডন বাংলা ডেস্ক ::

সিলেটে ঘন ঘন বিদ্যুতের লোডশেডিংয়ের প্রতিবাদে অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে। সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে সোমবার (২৭ অক্টোবর ২০২৫) সন্ধ্যা ৬ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে হারিকেন, কুপিবাতি ও মোমবাতি সহ বিদ্যুৎ লোডশেডিংয়ের সময় ব্যবহৃত সামগ্রী নিয়ে ২০ মিনিট অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়।

 

 

অবস্থান কর্মসূচীতে বক্তারা বলেন, সিলেট বিদ্যুৎয়ের মাত্রাতিরিক্ত লোডশেডিং দেখে মনে হয়? আমরা আবার হারিকেন, কুপিবাতি ও মোমবাতি সময়ে পৌঁছে যাচ্ছি। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে সিলেটের পরিস্থিতি ভয়াবহ। ২৪ ঘন্টার মধ্যে ৮/১০ ঘন্টা কখনো ১২/১৫ ঘন্টা বিদ্যুৎ থাকে না। এতে জনজীবন অতীষ্ট ও চরম দুর্ভোগে সিলেটবাসী। লোডশেডিংয়ের কারণে অন্ধকারে থাকছে হচ্ছে জনসাধারণকে।

 

 

 

বিদ্যুৎ লোডশেডিংয়ের ফলে স্কুল-কলেজের শিক্ষার্থীরা পড়েছেন চরম বিপাকে। বিদ্যুৎ না থাকায় পানির সংকটও তীব্র হচ্ছে। বাণিজ্যিক এলাকায় দিনের অর্ধেক সময় বিদ্যুৎ না থাকায় লোকসানের আশঙ্কায় ব্যবসায়ীরা। প্রতিটি ঘরের বয়োজ্যেষ্ঠ ও শিশুরা বিদ্যুৎ লোডশেডিংয়ের ফলে চরম বিপাকে। অনতিবিলম্বে বিদ্যুৎ লোডশেডিং বন্ধ করা না হলে আগামী ১ মাসের পরে সিলেটবাসীকে সাথে নিয়ে কঠোর কর্মসূচী পালনের হুশিয়ারী দেন বক্তারা।

 

 

 

জাতীয় যুব দিবস ২০১০-এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র সিলেট মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খানের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ। ২০ মিনিট অবস্থান কর্মসূচীতে স্বাগত বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি মুখতার আহমেদ তালুকদার।

 

 

 

অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন প্রবাসী কমিউনিটি নেতা ও সিলেটী সচেতন নাগরিক সমাজের সভাপতি মোঃ আমিনুল ইসলাম ডিনেস, বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনের অন্যতম অভিভাবক যোদ্ধা মো. আব্দুস শহীদ খান, সিকস’র উপদেষ্টা রাধিকা রঞ্জন পাল ছাবুল, কার্যকরী কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. তালেব হোসেন তালেব, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী, সিলেট মহানগর কমিটির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসিলাম শিতাব।

 

 

 

২০ মিনিটের অবস্থান কর্মসূচীতে সিলেট প্রেমী নাগরিকদের মধ্য থেকে উপস্থিত ছিলেন মো. সালিম আহমদ, দিপক কুমার মোদক বিলু, মো. সাগর, মো. জুয়েল মিয়া, পিযোষ মোদক, মো. আব্দুল আলী, রোটারিয়ান মোহাম্মদ আব্দুস সালাম, মোহাম্মদ মাহফুজুর রহমান, প্ররাগ পাল গৌরব, জসিম উদ্দিন, শাহীন আহমেদ, চিত্ত রঞ্জন দাস, মো. ফুজায়েল আহমদ, শিশু প্রতিনিধি ফয়েজ হাসান, সাংবাদিক ও সমাজকর্মী মো. সাহেদ আহমদ শান্ত, মাসুম মিয়াজী, সোহেল আহমদ, কবি কামাল আহমদ, প্রদীপ দাস পার্থ, আব্দুল আজাদ চৌধুরী, জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, মো. নাজমুল হুসাইন, মো.মাহবুব ইকবাল মুন্না, হাজী মো. আশরাফ উদ্দিন, মোহাম্মদ সহিদ চৌধুরী, শংকর বিশ্বাস, মো. হাবিবুর রহমান, মো. ইকবাল হোসেন, আলী হায়দার, নিলমনি কান্ত চন্দ, মো. মহসিন উদ্দিন সুমন, মো. পিকুল হোসেন, মো. আল-আমিন আহমদ, জামাল আহমদ, মো. সাইদুল ইসলাম, মো. সুহেল মিয়া খান, দ্বীপক রঞ্জন রায় তালুকদার, অবিনাশ চন্দ্র দাস, দিলীপ আচার্য, মাহমুদ আলী, সোহেল আজাদ, মো. আব্দুল মতিন ও করিম আহমদ। ২০ মিনিট অবস্থান কর্মসূচীতে স্বতঃস্ফূর্তভাবে ভুক্তভোগী শত নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Spread the love

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930