মেজরটিলা থেকে ব্যবসায়ীর মোটরসাইকেল চুরি

প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৫

মেজরটিলা থেকে ব্যবসায়ীর মোটরসাইকেল চুরি

লন্ডন বাংলা ডেস্ক ::

 

সিলেট নগরীর মেজরটিলা এলাকাস্থ সিদ্দিক প্লাজা মার্কেট এর গ্যারেজ থেকে ‘ফেইথ বোরকা বাজার এন্ড লেডিস শপ’র স্বত্তাধিকারী মো. ইমদাদুল হক ইমরানের লাল রঙের গ্ল্যামার মোটরসাইকেল চুরি হয়ে গেছে।

 

 

শনিবার বিকাল আনুমানিক ৪টা থেকে রাত ১০টার মধ্যে কোন এক সময় মোটরসাইকেলটি চুরি হয়েছে।

 

 

অভিযোগ থেকে জানা যায়, সিলেটের শাহপরান (রহ.) থানাধীন ইসরামপুরের মোহাম্মদপুর মহল্লার ২৯নং বাসার বাসিন্দা মো. আব্দুল করিমের ছেলে মো. ইমদাদুল হক ইমরান গত ১৮ অক্টোবর শনিবার বিকাল ৪টার সময় মেজরটিলাস্থ সিদ্দিক প্লাজা মার্কেটের গ্যারেজে তার লাল রংয়ের গ্ল্যামার মোটরসাইকেল (যাহার রেজি: নং- সিলেট মেট্রো-হ-১১-৫১৭০, চেসিস নং- MBLJA06ANGGB00384, ইঞ্জিন JA06EJGGB01144) রেখে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে যান।

 

 

 

সেই সুযোগে চোর গ্যারেজে প্রবেশ করে মোটরসাইকেলের লক ভেঙ্গে চুরি করে নিয়ে যায়। ঐদিন রাত ১০টায় গ্যারেজে গিয়ে তিনি মোটরসাইকেলটি পাননি।

 

 

 

এ ঘটনায় শাহপরাণ থানায় সাধারণ ডায়েরি করেছেন মো. ইমদাদুল হক ইমরান।

Spread the love

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930